শিউলি ফুল
শিউলি গাছে শিউলি ফুল
পাতার ফাঁকে ফাঁকে,
শরৎ হাসে মেঘের দেশে
আকাশের বাঁকে বাঁকে।
শরৎ শিউলি গন্ধ ছড়ায়
তিতলি ঝাঁকে ঝাঁকে,
বাউল বাতাস বইছে ধীরে
পথের বাঁকে বাঁকে।
শরৎ শিশির ভোরের বেলায়
ঝরে শিউলি ফুলে,
ঢাকে কাঠি ঢ্যাম কুড়া কুড়
পুজোর ছুটি স্কুলে।
শিউলি ঝরে গন্ধ ওড়ে
শিশির ভেজা ঘাসে,
পুজোর ছন্দ মনে আনন্দ
বাতাসে ভেসে আসে।
কিচিরমিচির পাখি ডাকে
শিউলি গাছের শাখে,
মৌটুসী ঐ নাচছে দেখো
রোদের আলো মেখে।
মৌমাছি ওড়ে দলে দলে
ডানায় ডানায় গান,
শিউলি গাছে নাচছে তারা
পুজোর কলতান।
আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় স্বপ্নসিঁড়ি সাহিত্য পত্রিকা পরিবারের সম্মানীয় এডমিন, মডারেটর সহ পরিচালক মণ্ডলীকে।
উত্তরমুছুন