অন্তর্লীন
রোদ্দুরের শিরদাঁড়া গড়িয়ে নামছে
ঘন কালো মেঘের দল
নিক্ষেপ যেখানে বহুদূর সেই পলাশ রংয়ের মাদকতা আলগোছে ছিনিয়ে নিয়েছে কামার্ত অসুরেরা
সমতলের চাতুর্য একপাশে রেখে
আমি পিতল ঝরা বিকেলের শোভায় লীন হতে চেয়েছিলাম
অক্টোপাশের পায়ে জড়িয়ে রয়েছি অযুতবর্ষ
গভীর সমুদ্র যেখানে শীতলতা ছড়ায়
আমার এই নশ্বর জীবনের অন্তে
সেখানেই পৌঁছে যাবো
তখন দুই হাতের অঞ্জলি ভরে নেবো
অন্তিমতার ঘ্রাণ