
ঝড়
কিছু কিছু উপহার বোঝা হয়ে যায়
কিছু কিছু খাওয়া এসে গলায় জমাট বাঁধে
বৃষ্টি চাইলে বৃষ্টি নামবে সেতো আত্ম প্রত্যয়িত স্বপ্ন
শরীরের ভাঁজে ভাঁজে ওপার বাংলার ক্রোধ
রাগে টগবগ করে পূর্ব পুরুষের রক্ত
মনে হয় ধ্বংস করি লুকিয়ে জমানো স্মৃতি গুলো
আগুনে পুড়িয়ে ফেলি কুঞ্জনগরের মগ্নতাকে
শব্দের নিলাম করে ডেকে আনি তীব্র প্রতিবাদ
আমিতো দেখেছি একটা বড়োসড়ো ঝড়ের পরেও
নারকেল গাছের বল্লী নুয়ে থাকে শুধু ধৈর্য ধরে
ওদের কাছ থেকেই প্রতিদিন তিতিক্ষার পাঠ
প্রতিটি ধাক্কায় গড়ি সাফল্যের ছোট ছোট ধাপ
বস্তাপচা সিলেবাস ঘাঁটাঘাঁটি করি বলে
আমি সব বুদ্ধি খেয়ে বসে আছি এমন ভেবো না
হে আকাঙ্ক্ষী জেনে রেখো দুঃখ বহনের ভার নিয়ে
জন্মাইনি এ-পৃথিবীতে , সুখের পায়রাও নই আমি।