প্রতিক্ষায় থাকি
আমি প্রতিক্ষায় থাকি ঝড়ে ডানা ভাঙ্গা-
আহুত ডাহুক পাখির মত,
তুমি ফিরে এসে ভালোবাসার ছোঁয়ায় আমাকে-
সেবা যত্নে সারিয়ে তুলবে যত ক্ষত।
প্রতিক্ষায় থাকি মেঘ বৃষ্টিপানে চেয়ে থাকা-
পিপাসিত চাতকের মত,
তোমার স্বানিধ্যে পেলে আমি সিক্ত হবো-
প্রেম বর্ষনে অবিরত।
প্রতিক্ষায় থাকি নির্লিপ্ত হয়ে আকাশ পানে তাকিয়ে থাকা-
চৈত্র্যের খরতায় চৌচির হওয়া ক্ষেত মজুরের মতন,
মেঘে মেঘে বর্ষনে বর্ষনে ধরা শান্ত করবে নিয়তি-
কৃষাণীর মুখে হাসি ফুটবে পেয়ে নবান্নের কেতন।
প্রতিক্ষায় থাকি বেদনার বালুচরে পলিতে পলিতে-
চাপা পড়া বিস্মৃত স্মৃতির অনলে পোড়া স্বজনের মত,
কালে ভদ্রে পেয়ে গেলে তোমায় জীবনে আবার-
থরে থরে সাজাবো আনন্দগুলো সুখ সারির মত।
প্রতিক্ষায় থাকি শুকিয়ে যাওয়া বাঁক হারা-
অবলা সেই খরস্রোতা নদীর মত,
শ্রাবণের বার্তা হয়ে এলে ঢলে ঢলে দুকূল প্লাবিত হয়ে-
নাব্যতা ফিরে পেতো অনুভূতি যত।
আমি প্রতিক্ষায় থাকি রাতের আঁধার ঘুচিয়ে ভোরের-
সোনালী দীপ্ত সুন্দর সকালের আলোর মত,
ভালোবাসার দৈন্যতা কাঁটিয়ে আবার মোরা-
কিন্নরি প্রেমের তরে হব অবনত।