পোস্টগুলি

জুলাই ১৪, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি সানি সরকার

ছবি
স্বরচিত কবিতা পাঠে কবি সানি সরকার   আপনারাও পাঠান আপনাদের স্বরচিত কবিতা পাঠ করে অবশ্যই প্রকাশ পাবে স্বপ্নসিঁড়ি পত্রিকার পেজে ।

আজ কবিতায় কবিরা হলেন কবি দেলোয়ার হোসেন সজীব , ফিরোজ আহমেদ জুয়েল, ওয়াহিদা খাতুন , বাহাউদ্দিন সেখ , ফরমান সেখ, শ্যামল রায়, শিবনাথ মণ্ডল,

ছবি
  দেলোয়ার হোসেন সজীব শুন্য যাযাবর আমি জীবন কে তাল গাছের মত ভাবি যার প্রতিটি পরদে বাবুই পাখির বাসা দেখি, আমি দেখি স্বপ্ন আশা,অটাল ভালোবাসা বেঁচে থাকার যুদ্ধে আমি তাতে পাই ভরসা। আমার চারপাশে অজস্র বাবুই পাখি উড়ে মুখে কিছু খরখুটো,  খুব যতনে বাসা বুনে, ওরা আমার মত গরীব ডালভাতে সুখি আমি ভাবি হায়  হতাম যদি বাবুই পাখি। আমার ইচ্ছে করে মুক্ত বিহঙ্গ উড়ে বেড়াতে পাখির মত সামান্য খরখুটো তে সুখ পেতে, আমি প্রকৃতি প্রেমী, এক শুন্য যাযাবর লক্ষাধিক জায়গা রাখি বুকের ভিতর। আমি কবিতা লিখি, কবিতায় মিশি কবিতায় ডুব দেই,কবিতা ভালোবাসি,  কবি ও কবিতা দুইয়ে মিশে থাকা আর আছে ভালবাসার দুই পাখা। কলমে-ফিরোজ আহমেদ জুয়েল ভয় ভয়-ভয়-ভয়,চারিদিকে ভয়, আসলে ভয়ের নেইতো কিছুই, আত্মবিশ্বাসের দুর্বলতায় হৃদয়ের ক্ষয়, প্রতিহত হয় ভয়,বিশ্বাসের অটুট ধারায়, মন যদি রাঁঙ্গে বিজয়ের চেতনায়। ভয়! আছে নিরবে মিশে,প্রতিটি হৃদয় জুড়ে, শারিরীক ভয়,মানষিক ভয়, স্মৃতিতে ভয়,দুঃস্মৃতিতে ভয়, হারানোর ভয়,চেতনায় ভয়, সম্ভাবনায় ভয়,পেয়ে হারানোর ভয়, চারিদিকে শুধু ভয়ের শ্বাসন, নিরবে নিভৃতে মিশে প্রতিটি হৃদয়ে, তিলে তিলে করে দেয় হৃদয়টা ক্ষয়। ভয়! কিশোর বেলায় ভয়,বাবা