এক আশাবরীর গল্প
( সংক্ষিপ্ত আকারে লেখা একটি সত্য ঘটনা। আশাবরী নামটি কাল্পনিক)
পৌষের শেষ রাতে কয়েক জোড়া পা খাটিয়া কাধে
এগিয়ে যাচ্ছে, মুখে, ' বলো হরি বল '
খাটিয়ায় শুয়ে থাকা মেয়ে মানুষটির নাম আশাবরী।
অন্য দশটি মেয়ের মতই আশাবরী'র চোখে ছিল স্বপ্নছিল
কল্পনার মানুষটি'র সাথে ঘর বাধার,
পৃতৃহীন আশাবরী'র ভাগ্যে এসব কিছুই জোটেনি, পনের টাকার জন্য বিয়েটি আর হয়নি।
একদিন মাও চলে গেল শ্মশান ঘাটে, শুন্য ঘরে পার করে দিলো সে জীবনের বাকি দিনগুলো।
যৌবনে উপকারী পুরুষেরা হাত বাড়িয়ে দিয়েছিল,
কিন্তু একটি হাতও ছিলনা দায়ীত্ব নেবার ।
সব কামনা বাসনাকে নির্বাসনে পাঠিয়ে পার করে দিয়েছিল যৌবনের রঙিন দিনগুলো, বৃদ্ধা আশাবরী'র পাশে আর দেখা যায়নি উপকারী পুরুষের আনাগোনা।
আজ আশাবরী অনন্তের পথ যাত্রী।
পৌষের শেষ রাতে 'বলো হরি বল ' আরও জোড়ালো হতে থাকে।