দেবব্রত সরকার
কে আছো কোথায়, কে আছো কোথায়, ছুটে ছুটে চলে এসো
আজ প্রতিবাদ, রাত এগারোটাই, হবে হুঙ্কার
সকলেই মিলে, চোখে জল নয়, বুকে তরবারি নিয়ে এসো !
নারীদের হাতে ফুল থেমে গেছে, একরাত, আজ হোক রণ ঝংকার !
পথে পথে প্রতিবাদ, শুধু প্রতিবাদ, কে আছো কোথায়!
আজ চলে এসো পায়ে পায়ে, নারীদের মর্যদার লড়াই
রাজপথ ধরে মশালের আলো, মোমবাতি ছুঁয়ে যায়
মুখ কালো হোক রাজা-রাণী তারা না করুক বড়াই
কে আছো কোথায়,কে আছো কোথায়,ছুটে ছুটে চলে এসো
সময় কারোকে করবেনা ক্ষমা, জেনে রাখা দরকার,
স্বাধীনতার রাতেই নারী স্বাধীনতা চাই দেখো,এসো !
এইটুকু চাই ,অভয়া'র কলঙ্কের দাগ তুলেনিক সরকার ।