১৪ আগস্ট ২০২৪

কবি দেবব্রত সরকারের কবিতা "রাত দখল কর,নারী"




রাত দখল করো, নারী
দেবব্রত সরকার

কে আছো কোথায়, কে আছো কোথায়, ছুটে ছুটে চলে এসো
আজ প্রতিবাদ, রাত এগারোটাই, হবে হুঙ্কার
সকলেই মিলে, চোখে জল নয়, বুকে তরবারি নিয়ে এসো !
নারীদের হাতে ফুল থেমে গেছে, একরাত, আজ হোক রণ ঝংকার !

পথে পথে প্রতিবাদ, শুধু প্রতিবাদ, কে আছো কোথায়! 
আজ চলে এসো পায়ে পায়ে, নারীদের মর্যদার লড়াই
রাজপথ ধরে মশালের আলো, মোমবাতি ছুঁয়ে যায়
মুখ কালো হোক রাজা-রাণী তারা না করুক বড়াই

কে আছো কোথায়,কে আছো কোথায়,ছুটে ছুটে চলে এসো
সময় কারোকে করবেনা ক্ষমা, জেনে রাখা দরকার,
স্বাধীনতার রাতেই নারী স্বাধীনতা চাই দেখো,এসো !
এইটুকু চাই ,অভয়া'র কলঙ্কের দাগ তুলেনিক সরকার ।