০৪ এপ্রিল ২০২২

কবি খোরশেদ আলম বিপ্লব এর কবিতা "শুধু একা"





শুধু একা 
খোরশেদ আলম বিপ্লব

আমি একা, তুমিও একা আমরা সবাই একা।
প্রচন্ড রকমের একা। কী অদ্ভূত! তাইনা?
এক‌ই বিছানায় নগ্ন শরীরের উপরও একা! 
সঙ্গম শেষেও একা।
রূপালি চাঁদ একা তেজোদীপ্ত সূর্য দিনশেষে একা। পৃথিবীর মতো একা আর কে হতে পারে!
ঈশ্বর সেদিন আমায় বললো, 'ভয় কি চেয়ে দেখ- আমার মতো একা আর কে আছে?
জায়গা বড্ড প্রয়োজন হয়!