০৭ ডিসেম্বর ২০২০

মধুমিতা রায়

 

অপেক্ষা 


প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটি মেয়ে।

তিরিশ বছর আগেও ছিল

আজও দেখলাম

সে দাঁড়িয়ে।


কেমন করে হয়!

চোখে তেমনি অপেক্ষা আঁকা

তেমনি ছটফটানি শরীরী বিভঙ্গে

তেমনি হঠাৎ আনমনা।


তিরিশ বছর পরেও

প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মেয়েটি

কিচ্ছু বদলায়নি, সংখ্যাদের টুকরো টুকরো করে

সে দিব্যি দাঁড়িয়ে আছে


অপেক্ষায়।

পরাণ মাঝি



জয় হোক সব-ই তার


নীল আকাশে কত তারা খসে যায় চোখের পলকে

অষ্টাদশী চাঁদ ডুবে গেলেও ডেকে যায় তেমন ঝলকে।


যাকে ভালোবেসে করি হৃদয় বিনিময় 

ব্যাথাতুর এ ভাঙা হৃদয় --


সেটাই সব চেয়ে বড় সত্য। হোক না পতন তার 

যুগ যুগান্তর ধরে ভাবি জয় যেন হয় সবই তার।

মোফাক হোসেন



এমন করে বলো না!


এমন করে বলোনা

আমি পারবো না

নীড় হারা পাখি আজ‌ও ওড়ে

ছায়ার বুক চিরে

নদী তীরে, শবের খোঁজে।


চাঁদ ডানা মেলে জড়িয়ে ধরে পৃথিবী

রাত জাগা সূর্যের আড়ে,

গন্তব্য স্থানে ছুঁটে চলে ট্রেন

ফুটন্ত ভাতের শহরে.......

এমন করে বলোনা, আমি পারবো না!


পরিযায়ী শ্রমিকের রক্ত স্নাত পথ ভেঙে 

জলের উঠোনে বিষণ্ণ রোদ আছড়ে পড়ে। পুরোনো বিছানা নতুন করে বিছিয়ে শুবে

আহত ইতিহাসের কলঙ্কিত পাতায়,

এমন করে বলোনা........।

আবদুস সালাম এর দুটি কবিতা


দেশ প্রেমিক

কথা বলতে ভয়ে মরি

দলে দলে মহল্লায় শকুন নামে

স্নান সেরে নিচ্ছি বিষন্ন রোদে


আমরা নগ্ন হতে চাই

এরপরে আর কিছু আছে?

ডুবন্ত পৃথিবীর আবেগ আন্দোলিত হয়

চোখের সামনে খেলা করছে রক্তাক্ত  ভারত


মৃত্যুরং এর টিপ পড়েছি কপালে

মৃত্যুতরঙ্গের ওপর ভেসে আসছে

দীর্ঘ শ্বাস রং এর উৎসব



প্রত‍্যাশা

আবদুস সালাম

হেমন্তের কুয়াশায় লেপ্টে আছে ব‍্যর্থ কথা

চিলের ডানায় লেখা তার রক্তাক্ত  আহ্বান

অতীত কথা বুনে চলেছে পরিশ্রমী শালিক


জীবনের ধার গেছে ক্ষয়ে

শিশিরজল ভরে চলেছি ক্লান্ত থালায়


বাঁকা চোখে তাকিয়ে দেখি রাতের যন্ত্রণা

ছেঁড়া মানচিত্রের উপর পড়ে আছে জীবনের আহ্লাদ


পাঁজর ছিঁড়ে লিখে দিলাম ভালোবাসার চিঠি

02/11/2019

সোহেল রানা'র গল্প


 শিক্ষিত বেকার যুবক 
(উৎসর্গ- নুসরাৎ জাহানকে)


আজ  পিয়ার বিয়ে। পিয়া পড়নে আছে বিয়ের সাজানো গোছানো নতুন বেনারসী শাড়ি। হাতে রুলি ও কাঁচের চুড়ি। আমার দেওয়া চুড়ি ও আংটি টা তার  হাতে ও আঙুলে নাই। এখন শুধু নতুন মানুষের সব নতুন জিনিস পড়ে খুব ভালো লাগছে। তার থেকে বেশি ভালো লাগতো পিয়া  যদি আমাকে ভুল না বুঝে, আমাকে বিয়ে করে – আমার হয়ে থাকতো। “এখন শুধু পথ চেয়ে আছি পিয়া তুমি আমার কাছে ফিরে এসো, ফিরে এসো পিয়া “। 

 আরে  মামা খবর কি? কিছু খবর নাই রে, কেন মামা? আর বলিস না ম্যামের ক্লাস করতে করতে একটা নতুন মেয়েকে ক্লাস করতে দেখলাম। মেয়েটা তোর সাথে ভালো মানাবে, প্রেম- টেম কর। না মামা আর প্রেম, বেশিরভাগই মেয়ে যতক্ষণ প্রয়োজন আছে ততক্ষণ ভালোবাসবে, তারপর ছুঁড়ে ফেলে দিবে। চা খেয়ে চায়ের কাপটা যেমন ছুঁড়ে ফেলে দেয়, তেমনই ফেলে দিবে। মামা এটা বিশ্ববিদ্যালয় নোটস নেওয়ার জন্য তোমাকে জানের থেকে বেশি ভালোবাসবে। চলো ক্যান্টিনে কিছু খেয়ে আসি। 
পিয়া ওইদিকে দেখ দুটো ছেলে বসে আছে ছেলেটাকে চিনিস,আরে আমি তো নতুন কি করে চিনবো বল, চল তোর সাথে পরিচয় করিয়ে দি,না রে পরে করে নিবো। কোনটা ওই মোটাটা,না রে পাতলা করে দেখতে হট হয়ে আছে ছেলেটা। ওর প্রতি আমাদের ডিপার্টমেন্টে সব মেয়েই ক্রাস হয়ে আছে। পড়াশোনায় খুব মেধাবী, আর পাশের টার নাম আজাদ। ওরা মামা ভাগ্নে। ডিপার্টমেন্টে খুব ভয় করে ক্লাসমেট গুলো। ছেলেটার নাম ফারহাদ। এই তুলি  চল, রুমে যাই। ছেলেটা কিন্তু ভালো রে, ওকে ভালো করে চিনি প্রেম করে না, আর তুই তো করিস না। দুজনকেই ভালো মানাবে। 
হায়, ফারহাদ কেমন আছো? 
“ভালো”। তুমি “ভালোই আছি”। 
কি পড়ছো? 
 বৈষ্ণব পদাবলীর পদ। 
আমাকে পদ গুলো বুঝিয়ে দিবে, হ্যাঁ দিবো। 
জ্ঞানদাসের পদ -----
“রূপের পাথারে আঁখি ডুবে সে রইল। 
 যৌবনের বনে মন হারাইয়া গেল।। “
ফারহাদ পিয়াকে জ্ঞানদাসের পদ বোঝাতে বোঝাতে দুজনের মধ্যে পূর্বরাগ থেকে অনুরাগে পরিণত হয়। আস্তে আস্তে পিয়ার সাথে ফারহাদের গভীর সম্পর্ক গড়ে ওঠে। 

( বছর চারেক পর ) 
“পিয়া M. A, B. Ed শেষ হয়ে গেল, চাকরির কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। টিউশনি ও একটা প্রাইভেট স্কুলে পড়িয়ে কোনো রকমে  হাত খরচটা হচ্ছে। কি করব ভেবে পাচ্ছি না।  পিয়া তোমাকে আর বেশিদিন কাছে পাবো না, মনে হচ্ছে তুমি অন্য কারোর হয়ে যাবে “ । 
“ফারহাদ তুমি কি বলছো, পাগল হয়ে গেছো নাকি, কি ভুলভাল বলছো “। 
“আমার জন্য বাদাম নিয়ে এসেছো, হ্যাঁ এসেছি “। 
“তুমি শুধু রোজ বাদাম খাবে, অন্যকিছু খাবে না। “ তুমি যেদিন চাকরি পাবে সেদিন খাওয়াবে”। 
“এই ফারহাদ শুনো না। বলো ,বাড়িতে বিয়ের কথা বলছিল।আব্বা বন্ধুর ছেলের সাথে”। “তোমার জন্য প্রায় ১৫টা বিয়ে ভেঙেছি “।“ শুধু তোমার জন্য, তোমার হাতে হাত রেখে সারাজীবন কাটাতে পারি, শুধু তোমার জন্য ফারহাদ। “ এই বিয়েটা পরিবারের চাপে করতে হবে। কি করব কিছু ভেবে পাচ্ছি না “। চলো তোমাকে বাড়িতে ছেড়ে আসি। 
পিয়া কালকে দেখা করো, ঠিক আছে, সকাল ১০ টার সময়। তুমি বাড়ি পৌঁছে ফোন করবে ফারহাদ। 
“সাবধানে যেও, হ্যাঁ সাবধানে যাবো। “
ফারহাদ বাড়ি পৌঁছালে, হ্যাঁ। 
তুমি কি করছো, খাওয়া দাওয়া হল দিয়ে, ঘুমাতে এলাম। ঠিক আছে পিয়া তাহলে কাল সকালে দেখা হচ্ছে। 
সকাল ১০টাই সময় দিয়ে ১২ টাই আসতো, এতক্ষণে আসার সময় হল, রাস্তার ধারে কত বখাটে ছেলে কি সব বলছে এই গুলো শুনে থাকতে হবে। আচ্ছা বাবা, sorry sorry sorry. 
আমার বাবুসোনা রাগ করে না, পিয়া এতক্ষণ ধরে রাগ করে থাকবে। আমার প্রাণের প্রিয় রাগ করে না, তোমার জন্য কি নিয়ে এসেছি কুরকুরে, আর আমার বাদাম কই, বাদামও আছে। 
ফারহাদ,“বাড়িতে বিয়ের কথা বলছে, কি করবো ভেবে পাচ্ছি না ফারহাদ। আর সামনের সপ্তাহে বিয়ের দিন ঠিক করেছে “ । বিয়ে ঠিক করেছে তো, তুমি বিয়ে করে নাও, আমার জন্য আর কতদিন বসে থাকবে। পরিবারের ইচ্ছে মতো বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। 
ফারহাদ তোমাকে ছাড়া আমি বাঁচব না, শুধু তোমাকে ভালোবেসেছি, তোমাকেই নিয়ে সারাজীবন কাটাতে চাই। 
“পিয়া আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, আমি আজ বেকার, কোনো সরকারি চাকরি করি না, এই সমাজে এমনকি তোমার পরিবারে আমার কোনো মূল্য নেই “। 
“এই বেকারের সব জায়গায় দোষ, খেতে- বসতে- ঘুমাতে-দাঁড়াতে। এমনকি একটা নতুন জামা পড়ে বাড়ি থেকে রাস্তায় বের হলে, লোকে বলতে শুরু করে, এই যে বেকারকে দেখ নতুন জামা পড়ে কত ফুটানি দেখাচ্ছে। যার দু টাকা রোজগার করার ক্ষমতা নেই “ । 
শুনো পিয়া তুমি বিয়ে করে নাও, পিয়া তুমি ভালো থেকো বলে কাঁদতে কাঁদতে ফারহাদ বাড়িতে চলে এলো। 
(পাঁচ দিন পর) 
বিয়ের আগের দিন রাতে, কি রে মা কি করছিস, এখনও ঘুমাসনি,ঘুম আসে না মা, “কোনো কিছু ভালো লাগছে না, আজ জীবনের সমস্ত কিছুই হারিয়ে যেতে চলেছে, যা হয়েছে পুরোনো কথা ভুলে নতুনভাবে সংসার শুরু করে। জীবনের ঘাত – প্রতিঘাত আছে। এই ঘাত-প্রতিঘাত না থাকলে জীবনকে উপলব্ধি করা যায় না। “
রাত অনেক হলো ঘুমিয়ে যা মা, আবার কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। ঠিক আছে মা, ঘুমিয়ে যাবো তুমি যাও। 
ফারহাদ কি করছো, “এই ছাদে বসে সিগারেট খাচ্ছি”। কাল আমার বিয়ে আর তুমি সিগারেট খাচ্ছো। 
“তোমাকে বারবার ফোন করা সত্ত্বেও, ফোন রিসিভ করছ না। শালা, কুত্তা, হারামি, কোথাকার কাল আমার বিয়ে, আর তুমি আরামে সিগারেট খাচ্ছো”। 
পিয়া এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। 
“ফারহাদ তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না”।
 “জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসে শুধু তোমাকে চাই, এক মুহূর্তের জন্য তোমাকে না দেখলে, এমনকি তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারবো না। “
“ফারহাদ আমি চলে আসছি তোমার কাছে, পালিয়ে বিয়ে করবো, চলো “। 
“ফারহাদ ও পিয়া দুজনেই কাঁদতে কাঁদতে কখন যে পিয়া ফোন কেটে দিয়ে ঘুমিয়ে যায় এবং ফারহাদ বিষ খেয়ে চিরতরে পিয়ার জীবন থেকে হারিয়ে যায় “। 
“এক ফোঁটা চোখের পানি ঝড়ার চেয়ে, এক ফোঁটা রক্ত ঝড়ার অনেক ভালো। কারণ, একফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর একফোঁটা চোখের জল পুরো হৃদয় ছিড়ে বের হয়”। 
শিক্ষিত বেকারের যে যন্ত্রণা, একজন শিক্ষিত যুবকই জানে। চাকরি না পেয়ে  নিজের প্রেমিকাকে অন্যের হাতে তুলে দিতে কতটা যন্ত্রণা সে শত শত ফারহাদের মতো যুবকেরা বুঝে। চাকরি না পেয়ে সকলের কাছে গঞ্জনা খেতে খেতে এবং প্রেমিকাকে না পেয়ে আত্মঘাতী হওয়াটা সমাজের কাছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আরে ওই ছেলেটা তো বেকার, মরলে কোনো দাম নেই। 
সমাজের কাছে শত কোটি অনুরোধ করছি, শিক্ষিত 
যুবকদের কখনো বেকার ও গঞ্জনা করবেন না। তাদেরকে একটু মাথা উঁচু করে বাঁচতে দিন। 


১৮/১০/২০

রিনাৎ সুলতানা



ধাপ্পা 

সোনার অঙ্গ জড়াইছো মনু 

পরের বসন দিয়ে, 

ভাবখানা এমন, ভাজা মাছ ও

খাওনা যে উল্টিয়ে!


উঠতে বসতে সূর্য দেখো 

আকাশ পেলে কই, 

সব ভুলে আজ পেতেছ মনু

চাঁদের সাথে সই।  


তোমার দেশের লতায় পাতায় 

কতই না ফুল ফোটে!

ছলচাতুরী করেই তবে তোমার 

কপালে অন্ন জোটে! 


মেঘবালিকা, জ্যোৎস্না দেখাও 

নেইযে কিছু বাকি, 

যতই দেখাও আকাশ, বাতাস

সবই তোমার ফাঁকি।  


জাতপাত কি পিঠে থাকে 

লেখা পোষ্টারে?

জন্তুর মতো মুখটা তোমার

কুৎসিত অন্তরে। 


সুযোগ পেলেই জায়গামতো 

লাগিয়ে দিবা কদু, 

পাব্লিকে তোমার সবই বোঝে 

সাজতে এসোনা সাধু।

মোঃ রুহুল আমীন



মাথায় পড়ল বাজ

হাটে আইছি বিসাতি কত্তি

      খতে নিয়ে হাতে

পকেটে আছে তিন শ টাহা

      কি হবেনে তাতে?


বউ কয়ে দেছ মিলা কিছু

    আনবা কিনে আজ

সেসব কুতা শুনে আমার

    মাথায় পড়ল বাজ।


নব্বই টাহা পেঁজের কেজি

    ঝাল একপোয়া ষাট

পঞ্চাশ টাহায় আলু কিনে

    পকেট গড়ের মাঠ।


এহন মাছ কেনব কি দিয়ে

     জিরে মশেল্লা নুন

ওষধ পত্তর না কিনলি তো

    হয়ে যাবানে খুন।


বউ যাবে কাল বাপের বাড়ি

    মাইয়ে যাবে সাথে

ছাবাল যাবে কোচিং কত্তি

   কি দিবানে হাতে।


যে কায়দায় বাড়ে চলেছ

    জিনিস পাতির দাম

এসব কুতা ভাবদি গেলি

    ছুটতেছ গার ঘাম।


আমরা যারা গরিব মানুষ

    কামই অনেক কম

আয় আর ব্যায় হিসেব করে

    আটকে যাতেছ দম।

=============================

এম মাহবুবা মিজান পুর্নিমা

নষ্ট দেয়ালে কষ্টের প্রতিচ্ছবি


তোমার শরীর থেকে ভেসে আসবে 

কবি ও কবিতার গন্ধ,

রাজপথ হতে ভেসে আসবে শোকের গানের ধ্বনি

শহরে ভেসে বেড়াবে-নষ্ট দেয়ালের কষ্টের প্রতিচ্ছবি। 


পৃথিবী যখন ঘুমিয়ে যাবে নির্জনে

তুমি একাকীত্বের দরজা ভেঙে ফিরে আসতে চাইবে 

ভয়ে ভয়ে খুঁজবে আঁধারে রাত্রি নিশিতে একা একপক্ষ

ঘুমন্ত নগরীতে কার কাছে যাবে ? 


তোমার কান্নার শব্দে ছেয়ে যাবে আকাশ

চাঁদ ঢেকে যাবে আকাশের মেঘাচ্ছন্নতায়

আকাশও কেঁদে ফেলবে হঠাৎ। 


তোমার ভালোবাসা ফিরে আসবে না আর

ঢের কাঁদলেও না;

ভালোবাসায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে শহরের অলিগলি ফুটপাত। 


সময় বেসময়ে শুধু কাঁতরাবে নীরবে

আবেশে জরানো ভালোবাসা আর তোমায় ডাকবেনা

ভালোবাসার কাছে হেরে নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে পড়বে মন!


শুধু রাজপথ, ফুটপাত,শহরের অলিগলি,টিএসসি চত্বর

আর

প্রিয় ক্যাম্পাসের  নষ্ট দেয়ালে কষ্টের প্রতিচ্ছবি রয়ে যাবে।

হাকিকুর রহমান



পিতঃ


কোথায় খুঁজিবো তোমারে হে পিতঃ

কোথায় খুঁজিবো তবে,

রয়েছো তো তুমি সারা বাংলা জুড়ে

হৃদয়ের অনুভবে।


প্রভাত রবির স্বপ্নে বিভোর

সারা দিনমান জুড়ে,

রক্ত শপথের পতাকা উড়িছে

বঙ্গ বেদীর চূড়ে।


স্বপন দেখিয়া কত যে জননী

করেছেন কোল খালি,

ত্যাগিয়া সেই সূর্য সেনারা

ভরেছেন ফুল ডালি।


তোমারই অমর সেই বাণী শুনি

দামাল হয়েছে দেশ,

লড়েছে সকলে জীবন বাজি রেখে

পৃথিবী হেরিলো অনিমেষ।


ফল্গুধারায় ভরিলো বাংলা

বিজয়ের উৎসবে,

বাহিরিয়া এলো আলোর ঝর্ণা

চেতনার গৌরবে।


রয়েছি বসে হেথা শুনিবার তরে

তব চরণের ধ্বনি,

শতবর্ষ পরে ফের জ্বলুক দীপশিখা

শুনি তার আগমনী।

মমতা রায় চৌধুরী



আমার মা

'মা' শব্দটি উচ্চারণে আনে 

এক অনাবিল প্রশান্তি। 

'মা'-এর মধ্যে নিহিত আছে 

আদি সৃষ্টির শক্তি। 

আর 

আমার মা

আমার কাছে সর্বংসহা ধরিত্রী 

ত্যাগ তিতিক্ষার অপার প্রতিমূর্তি ।

আমার মা 

আমার কাছে প্রশস্ত আকাশে 

প্রস্ফুটিত নক্ষত্র রাজি

যার দ্বারা দূরীভূত হয় 

মনের অলিন্দে ঘনীভূত 

অন্ধকার চোরাবালি। 

আমার মা 

আমার কাছে প্রবাহিত স্রোতস্বিনী

যা সিক্ত ও নির্মল করে 

মনের প্রতিচ্ছবি। 

আমার মা 

আমার কাছে জ্ঞানের প্রথম পাঠশালা 

যার দ্বারা তৈরী করে 

ন্যায় নীতি আর্দশের কারখানা। 

আমার মা 

আমার কাছে এক অনন্ত জ্যোতি 

যা দিশা হারা মনের 

বন্ধু -সখা ও ভালোবাসার প্রতীক। 

আমার মা 

আমার কাছে প্রানের আশ্বাস 

ও মনের আনন্দ দায়ক শক্তি 

যা নিরুৎসাহ চিত্ত কে 

করে অপার শক্তিশালী।

আবার তিনিই আদ্যাশক্তি মহামায়া 

সকল অসুর দলনী শক্তি। 

'মা' - এর অশেষ গুণ মহিমা 

অবর্ণনাতীত ।

কারন

তিনি হোন সকলের বীজমন্ত্র। 

তাই বিশ্ব মাতৃ দিবসে,

তোমার প্রতি রইল অশেষ 

হৃদয়োৎসারিত শ্রদ্ধার্ঘ্য।