মোবাইলে টাইম পাশ, সম্বৃদ্ধ উল্লাস সাহিত্য হাসি ঠাট্টা খুনসুটি বিন্দাস পড়তে হবে নইলে মিস করতেই হবে। মোবাইল +91 9531601335 (হোয়াটসঅ্যাপ) email : d.sarkar.wt@gmail.com
২১ নভেম্বর ২০২০
তুষার ভট্টাচার্য
মধুমিতা রায়
অক্ষরসংলাপ
আমি তো প্রহর লিখিনি
কাব্যও নয়,
শুধু কিছু ভুল জুড়ে জুড়ে
লিখে গেছি অবাধ্য সময়।
লিখে গেছি মিছিমিছি
নির্ঘুম রাতের প্রলাপ
বিশ্বাস ভাঙা কিছু
অযত্ন সংলাপ।
তারপর জানলায়
শব্দের কুয়াশার ভিড়
ভিজে গেছে পৃষ্ঠারা
অক্ষর ভেঙে চৌচির।
আঙুল ছুঁইয়ে তবু
স্বপ্নের ভোর দেয় ডাক
বলে যারা ভুলে গেছে
তারা ফিরে যাক।
জাফর রেজা
শূন্যতা
আজন্ম অবহেলা অযত্নে বড়ো হওয়া
অতি সাধারণ এই আমি।
পুরোনো দালানের চিলেকোঠা ও যেন
আমার স্থায়ী ঠিকানা নয়
প্রিয় অপ্রিয় কারো কিছু নই
স্বাদহীন নিরামিষের মতো।
কিছু ধারণ করার ক্ষমতা আমার নেই
হারিয়েছি চেতনা,
আমার অনুর্বর মস্তিষ্ক কূড়ে কূড়ে খায়
ঘুন পোকা,
শুনিনা পাতা ঝড়ার মর্মর শব্দ বাতাসের স্নিগ্ধ পরশ পাইনা অনুভবে,
আমার চোখে আকাশের কোনো রং নেই
নেই আবীরের মাখামাখি,
আজ সব কিছু অদৃশ্য
শুধু দৃশ্যমান একটি নিঃসঙ্গ নদীর নিরব হাহাকার..
সৌগত রাণা কবিয়াল
গোধূলি যুগলবন্দী
সেদিন, শান্ত বিকেলটায়,
কল্পতরু বিছানায় গা এলিয়ে সারল্যের বুকে কান পেতেছিলাম,
সেখানে একটি 'অভিমান' আর একটি 'অভিযোগ'
কথা বলছিলো নিজেদের সাথে...
ওরা গোলাপের রঙ নিয়ে ঝগড়া করছিলো..
আর পাশ দিয়ে একটি হলুদ প্রজাপতি
চুপ করে মৃদু হাসছিলো...আর ভাবছিলো..
" ফুলের রঙে আর কি আসে যায়
যদি তার গন্ধই না নেয়া যায় "....;;
আমাদের যৌবন গেছে আজ বহুরাত..
এখন প্রেমে হবে শুধুই মনের রেখাপাত..!
নূরজাহান শিল্পী ( যুক্তরাজ্য )
শুধুই তুমি
প্রিয় লাল গোলাপে রঙ্গিন হলো মন
বর্ষায় বইছে সমীরণ
তুমি আর তোমাতে ছোঁয়া লেগেছে যখন আলাপনে
এমনি ঘোর বর্ষায় ছিলাম মায়া মাখা
হৃদয় আলিঙ্গনে
প্রথম প্রেমের পরশ মেখে তোমাতেই নিমগ্ন জীবনের সেই মধুক্ষণে
লাল গোলাপ ভেজা ছিল ফোঁটা ফোঁটা বৃষ্টির জলে
আবেগি মন ডুবেছিল সমুদ্রের অতলে
এমনই এক বিকেলে পত্র-পল্লবে শোভিত ছিল সেই ক্ষণটুকু ।
হেমন্ত এসেছিল হলুদ পাতার আবরণে
দখিনা বাতাসে হৃদয় ডুবেছিল শান্ত দিঘীর জলে
গোধূলির লগনে হৃদয় হলো রোমাঞ্চিত
একটি নীল খামে বিলাসী
পূর্ণিমার অবগাহনে
কিছু শব্দে আবেগে নিসর্গ শিল্পকলায় আলো আঁধারের মায়াতে
সাগরে মেশার আকুলতায়
সেই মাধবী বিকেলের রুপ আর রূপক ছিলে তুমি।
শুধুই তুমি শুধুই তুমি শুধুই তুমি।
শ্যামল রায়
সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে
চলে তো যেতেই হবে
তবুও যেন ভালো লাগে থাকলে
কিন্তু থাকেন না কেউই
থাকেন যারা সৃষ্টিকর্মে
তাদের বেঁচে থাকাটাই বেঁচে থাকা
সৌমিত্র চট্টোপাধ্যায় তার মধ্যে একজন।
শ্রদ্ধা জানাই অভিনেতা নাট্যকার
সর্ব গুণের অধিকারী প্রিয় মানুষকে।
কত অন্ধকারকে দূরে সরিয়ে
যাতায়াতে বিরাম ছিলনা তার
সাবলীল ভাষায় কত কণ্ঠস্বর শুনেছি
আজ সংসারের সীমান্ত পেরিয়ে
নিরিবিলি জায়গায় অবস্থান করেছেন তিনি।
তবুও ভাবি তিনি আছেন থাকবেন
সকলের কাছে চিরটা কাল।
হাসিমুখ ,সকলকে আপন করে নেওয়ার
আন্তরিকতা ছিল সেই মানুষটির
সুন্দর কথার মধ্যে দিয়ে তার অভিনয়
এখনো যেন উজ্জ্বল নক্ষত্র
সাদা পাতা জুড়ে
শুধুই অক্ষরে অক্ষরে তার মুখ
তিনি হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
শুধুমাত্র চোখ বুজে ঘুমিয়ে আছেন
আমরা শুনতে পাচ্ছি সমুদ্রের গর্জন
অসংখ্য ঢেউ আমাদের স্বপ্ন দেখাবে আগামীতে
তাই স্মরণে রেখে শ্রদ্ধা সৌমিত্রকে।
(2)
সূর্য হয়ে থেকো
আমি তো বেশ আছি, ভালো আছি
অন্ধকার দেখে দেখে । তবুও
নদীর পাড় ভাঙ্গা শব্দ বন্ধ রেখে
উষ্ণতা খুঁজে নেবো
তুমি পাশে থেকো
সূর্য হয়ে থেকো।
এই পৃথিবীর সবকিছু সুন্দর
ভাবনাটার রকমভেদ হতে পারে
রং-তুলিতে নানান ছবি হতে পারে
তবুও আমরা চাইছি সুন্দরতা
বেঁচে থাকার জন্য স্বপ্নে মোড়া
সুন্দর একটা পৃথিবী---।
তাই কপূরের মত উবে যাওয়া
ভালোবাসা, গতিশীল চিন্তা, উন্নয়ন
চাইনা কখনো---
চিরস্থায়ী সবুজতা নিয়ে,
নীল আকাশ দেখবো
এ পৃথিবীর সব কিছুই সুন্দর
আমরা সকলেই পাশাপাশি থাকবো
ভালোবাসাবাসিতে---
তুমি সূর্য হয়ে থেকো খুব কাছাকাছিতে।
ফাহমিদা ইয়াসমিন ( যুক্তরাজ্য )
![]() |
Add caption |
হাতের স্পর্শে
সুখ ঘিরে থাকুক মনের আঙিনা
চলো ভুলে যাই ছিলো যত দু:খ বেদনা
রাতের আকাশ জুড়ে লক্ষ তারার মেলা
হাতের স্পর্শে বাজুক কফির পেয়ালা।
তুমি আমি মিলে মিশে থাকবো আজীবন
মান-অভিমান দূরে ঠেলে এক হবো দুজন
দুটি মন এক হবে এই নিয়মে চলি
দুটি মনে ফুটুক আবার ফুলের কলি।
কোন কথা নেই আর চলো চেয়ে রই
এই সুখে সুখ খুঁজি সুখ গেছে কই?
সুখ আছে তোমার আমার সুন্দর মনে
এই সুখে থাজা যাই দূরের গহীন বনে।
জি এম কাউসার আলী(অষ্ট্রেলিয়া)
তুমি কি অনুভব করো না,দেখতে পাচ্ছো না
যেখানে তোমার দু চোখ সেখানেই আমি।
তোমার বুকের গহীনে অতীত দিনের গাঁথা মালা,
এবার কি গলায় পরবে না?
শিশির ভেজা ঘাসের উপর পা রাখলে কি পড়বে না মনে?
ঘাসের উপরে নিরবে দুজনার অনেকটা পথ চলা।
মনের গভীরে মাঝে মাঝে সুর তোলে
এক অজানা বাউল
বিস্তৃতির অতল গুহায় আবারো ফিরতে হয়- ফিরে যাই
ভালোবাসার পথে বারে বারে এই একা পথ চলা
ভালোবাসার হিরন্ময় সাধ ক্রমেই
বুকের মাঝে ডালপালা বিস্তার করে
বিবর অন্ধকার ভেদ করে অন্তহিন জোৎস্না
আমরা আবারো স্বপ্নের জাল বুনবো
তুমি কি আমায় অনুভব করোনা?
তুমি কি দেখতে পাচ্ছো না?
কি অদ্ভুত সুন্দর জোৎস্নার ফুল
আজ তোমার আঙ্গিনায়
আমি হয়ে ফুটে আছি
এবারও কি গলায় পরবে না?
গীতা চক্রবর্তী
ঢেঁকির কাঁন্না
ঢেঁকির কাঁন্না কেউ কি শুনেছে কখনো
শেকড়ের সম্পর্ক কবেই ছেদ
জলেরও নেই বিশ্বসংসারে।
তবুও মানো আর না মানো
সেও পেতে চায় সম্মান ভালোবাসার একাকীছাদ ।
কষ্ট বিষন্নতায় যখনই ঘিরে ফেলে তখন চিৎকার করে
কিন্তু তোমরা কেউই শুনতে পাও না
কেন পাও না কেন
সেওতো এই পৃথিবীরই একজন
একাকীত্ব নীরবে সহ্য করে করে লুপ্ত হবে।