পোস্টগুলি

মার্চ ৯, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি প্রিয়াঙ্কা দাস এর কবিতা

ছবি
আমরা নারী  প্রিয়াঙ্কা দাস যুগ-যুগান্ত ধরে বিদ্রোহ    ব্যথা-যন্ত্রণা কষ্ট সহ্য করে অধিকারটি পেয়েছি ফিরে। পেয়েছি?  এখন সমস্ত দেশের মেয়ে  একাধিক বিদ্রোহ করে  বছরের একটি দিন  নারী দিবস পালন করে।  সারা বিশ্বের মেয়েরা যখন  নেমেছিল প্রতিবাদের আন্দোলন ক্ষত বিক্ষত হয়েছে সব  তবুও তো আসেনি ফিরে…  বহু নারীর কোল শূন্য করে, তাদের সাহসিকতার জবাব দিয়ে মেয়েদেরকে পৌঁছেছিল সর্বাঙ্গের চূড়ায়…  নারী বলে থামবো না ঘরে ঘরে শুধু বদ্ধ হব না, এগিয়ে আসব বারবার  ভারত ও বিশ্বকে জয় করতে নারী না পুরুষ না  মানুষের ভিড়ে। কুড়ি ও কুড়ি, আর ভয় তো নেই তার, নারী ও নারী সবকিছুতে যে বিশ্ব তোমার।

কবি নীলাচল চট্টরাজ 

ছবি
বসন্ত নীলাচল চট্টরাজ  বসন্ত কাল মিলন মধুর কাল।  প্রকৃতির সৌন্দর্য উজ্জীবিত করে  মানুষের প্রেম.. অনুভূতির সৌন্দর্য                                          জাগিয়ে তোলে প্রকৃতির প্রেম।  ধরা দেয় বসন্ত উৎসবে।।

কবি শিবনাথ মণ্ডল এর ছড়া

ছবি
কলকাতায় পাহার শিবনাথ মণ্ডল কোলকাতায় বাড়ির পাহার রাস্তা ভত্তি গাড়ি না না রকমের মানুষ গুলো চলছে সারি সারি। রাস্তা গুলো অলিগলি চারিদিকে মোড় লাল সবুজ আলোদেখে গাড়ি দেয় দৌড়। এত বড় শহর খানার নেইযেন তার শেষ সুন্দরী কোলকাতাটা আজ সেজেছে যেন বেশ। মহাকাশের গ্রহ তারা আছে কোলকাতায় তারা মণ্ডলে ঢুকলে পরে সেথায় দেখা যায়। ইস্ট ইণ্ডিয়ার কর্মধ‍াক্ষ‍্য জব চার্ণক‍্য নাম তিন গ্রাম এক করে বাড়ালো কোলকাতার দাম। সুতানুটি গোবিন্দপুর  নিয়ে কোলকাতা আঠারো টি জেলার মাথা শহর কোলকাতা।।

গ্রামীণ ঐতিহ্যে বাসন্তী ব্লকে সদ্য হয়ে গেল "সুন্দরবন কবিতা উৎসব"

ছবি
সুন্দরবন কবিতা উৎসব বিশেষ সংবাদদাতা : সুন্দরবন :  সুন্দরবন কবিতা উৎসব অনুষ্ঠিত হল বাসন্তী ব্লকের শিবগঞ্জ ধনঞ্জয়- চম্পাবতী মহিলা সোসাইটি সভাগ্ৰহে।উৎসবের উদ্বোধন করেন সুদূর ইতালি প্রবাসী বাঙালি কবি ও সমাজসেবী বিপুলবিহারী হালদার।অনুষ্ঠানে পৌরহিত্য করেন বহুমাত্রিক লেখক ও শিক্ষক প্রভুদান হালদার। সাকিল আহমেদ সম্পাদিত  'শীত থই থই ছড়া' গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বাসন্তী থানার আই সি ড, আব্দুর রব খান। ডায়মন্ড হারবার প্রেস ক্লাবের উদ্যোগে এবং কুসুমের ফেরা সাহিত্য পত্রিকার আয়োজনে সভাগ্ৰহে তিল ধারণের জায়গা ছিল না। সুন্দরবন কবিতা উৎসবে সুন্দরবনের মা মাটি মানুষ বিশেষ করে বাঘে র আক্রমণের মৃত পরিবারের পাশে দাঁড়িয়ে যিনি সহায়তা করে আসছেন সেই বিশিষ্ট শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক অমল নায়েকের হাতে মাদার টেরেজা স্মৃতি পুরস্কার তুলে দেন সাংবাদিক সাকিল আহমেদ ও মেদিনীপুর জেলা পরিষদ সদস্য কবি দুরন্ত বিজলী। জল জঙ্গলে বাঘের গর্জন আর জীবিকার সন্ধানে গিয়ে বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরে আসা মৎস্যজীবী এবং ফিরে না আসা পরিবারের বিধবা বাসন্তীর অলকা মন্ডলের হাতে তুলে দেওয়া হল সুন্দরবন সৃজন সম্মানের পাশাপাশি আর্থিক স