পোস্টগুলি

জুলাই ১৯, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি হুমায়ূন কবীর মিঠু এর কবিতা  "প্রেমের কথোপকথন"

ছবি
প্রেমের কথোপকথন হুমায়ূন কবীর মিঠু  তোমাকে ছুঁয়ে থাকার সাধ আমার আজন্ম লালিত,  লতা গুল্মের মতো বেয়ে বেয়ে এক পূর্ণাঙ্গ রূপ নিয়েছে হৃদয় গহীনে। কী এক অপার্থিব চাওয়া পূর্ণগ্রাস করেছে অন্তর!  নিরন্তর যাপিত জীবনের  এক অলৌকিক মহাকাব্য। তোমাতে হারিয়েছি সেই কবে  কখন!! এখন শুধুই মনের আলপনাতে জলচ্ছবি মুখর  ভালবাসার ক্যানভাসে প্রেমরঙের কথোপকথন। বৈষ্ণবী এঁকেছিল কন্ঠনালিতে তিলক!! আর তুমি আমার স্ব-তৃষিত ওষ্ঠে পঞ্চমীর চাঁদ, আমি না হয় একটি জনম বৈষ্ণব হয়ে রই... তবু ভরবে না মন ভালবাসা যে এমনই-- ঐ যে তিলক তোমার সেথা শত সহস্র আমার ভালবাসা বিনির্মাণ! আমি অবলীলায় বলি তুমি আমার তিলক প্রিয় তিলোত্তমা,  আমার সারাবেলা।। প্রিয়তমা আমার মনহারা, ভালবাসি তোমায়  তোমায় মনহারা মন না মানা বাঁধনছাড়া প্রেমে!! আনমনা ছন্নছাড়াতে তুমি বেশ! আদুরে তোমার কপল গলের  তিলক ছন্দের বহমান প্রেমেই আর এক জনম আমি না হয় রই বৈষ্ণবধরা!! তুমি প্রেমিকা আমার মৌন তারা! তুমি প্রেমময় প্রেমের ধারা।। আবহমান আমি তোমার সেই সঙ্গধারা!! প্রেম তোমার!  তুমি আমার!  প্রেমিক তোমার! আমি তোমার! মনময়না পাখি আমার! মনপাখি ময়না আমার! ভালবাসি তোমায়! ভালবাসি তোমায়!