পোস্টগুলি

জুন ৯, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Gffhh

LOVE

কবি দোদুল পার্থ "নিজেকে পাইনি কোথাও"

ছবি
নিজেকে পাইনি কোথাও  দোদুল পার্থ  নিজেকে পাবো বলে আমি বহুপথ হেঁটেছি -- হেঁটেছি আমি সূর্যোদয় থেকে সূর্যাস্ত। কাঁটানটের বন পেরিয়ে মাধবীলতার কাছে থমকে দাঁড়িয়েছি মৌনতায়, দাঁড়িয়ে থেকেছি আকন্দফুলের বাকল ছুঁয়ে  শুধুই নিজেকে পাবো বলে । নিজেকে পাবো বলে পানকৌড়ির ঠোঁটে বসন্ত জমা রেখেছি, কলঙ্কিত যমুনার চোখে এঁকেছি মেঘবতীর প্রণয়, একমুঠো ধূসরতায় আমি খুঁজেছি পৃথিবীর তাবদ উষ্ণতা ,  তবুও নিজেকে পাইনি কোথাও ! আমার আমিটাকে বাঁধবো বলে হরিণ শাবকের কাছে শিখেছি গতিময়তা, চন্দ্রের কিরণ থেকে একমুঠো সাদা আলোয় ভরেছি চায়ের পেয়ালা, কদমের খসে পড়া রেণুর থেকে কুড়িয়ে নিয়েছি জীবনের প্রগাঢ় আহবান , তবুও নিজেকে বাঁধতে পারিনি   ! নিজেকে পাইনি আমি স্কুল শেষে ঘরে ফেরা মেঠোপথে চৌধুরীদের আমের বনে। পাইনি আমি শাহবাগ মোড়ে দাবি আদায়ের মিছিলে, একতারা হাতে দাঁড়িয়ে থাকা কৌমুদী বাউলের সুরের মাঝে পাইনি নিজেকে। অথচ নিজেকে খুঁজে চলেছি দুর্নিবার ।  মাতৃগর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হয়ে মা মা চিৎকারে গগন কাঁপিয়ে নিজেকে হারাবার পর,  আর নিজেকে আজও কোথাও খুঁজে পাইনি !

Hshsyhs

LOVE

কবি শারমিন সুলতানা রীনা এর কবিতা "ব্যার্থ মানচিত্র"

ছবি
ব্যার্থ মানচিত্র শারমিন সুলতানা রীনা আকাশ ছোঁয়ার স্বপ্নে ব্যাকুল হয়ে বামন হলাম বাতাসের শরীর বেয়ে ভেসে আসা  ডানা ভাঙা পাখীর আর্তনাদ স্তব্ধ করে বেদনায় লীন হয় বিষন্ন গোলাপ মহাকালের বুকে সবুজ ফসলের বিরান মাঠ ফিরে কি পাবে হারানো সৌন্দর্য  পোড় খাওয়া প্রান্তর কাঁদে বিরহ শোকে বুকে আগুন নিয়ে তবু কেউ সেচ হয় জীবন জুড়ে শুধু আলো আঁধারের খেলা ধূসর মরু বুক জলের প্রত্যাশায় বৃষ্টির জন্য অনন্ত অপেক্ষা পলেস্তারা খসা প্রাচীন দেয়াল  লাগেনা শিল্পিত তুলির ছোঁয়া কত চাওয়া পাওয়া গুমড়ে গুমড়ে কাঁদে দিনের বদল হয় ঘোরে কালের চাকা জীবন সেকি পথ ভোলা অন্ধ গলি নাকি বিষন্নতার বৈরাগ, জোয়ারে মত্ত নদী ভাঙনের উন্মাদনায় কেঁপে ওঠা পাড় সে কি পাহাড়ি ঝর্ণা চোরাবালি পথ পেঁজা তুলো মেঘ রংধনুর সাতনরি হার অবিচল পর্বত নাকি কেবলি সে এক ব্যার্থ মানচিত্র...