২২ ফেব্রুয়ারী ২০২১

সমিত মণ্ডল


মা, আজ একুশে



শ্লেট,পেন্সিল, অ আ

খেলা খেলা বর্ণমালা 

ক তে কলাপাতা

এ তে একুশ

মা! তোমার বুকে রক্তছাপ

সাদাপাতায় কালির ছিটের মতো

ইতিহাসে শুয়ে আছে সালাম,রফিক

                                            ...কতো!


এভাষা ঘুম পাড়ানি গান 

মনভোলানি টিপ,চন্দ্রবিন্দু চাঁদ 

ছেলেবেলা দন্তে ন

ন তে কাগজ-নৌকো

যেন ভেসে চলে অনেক দূর

মায়ের কাছে গল্প শোনা

সাত সমুদ্দুর,স্বপ্ন স্বপ্ন রাজপুত্তুর!


প্রথম কথা বলা

অ আ খেলা খেলা বর্ণমালা

এক হাতে রং অন্যহাতে তুলি

আঁকি শহীদ মিনার,লাল সূর্য আঁকি

ক তে কলাপাতা

এ তে একুশ 

মা!

আজ একুশে ফেব্রুয়ারি!