১৯ নভেম্বর ২০২০

মধুমিতা রায়

 সেই মেয়ে....


(১)

সেই মেয়ে আমায় প্রশ্ন করেছিল

জলাশয়ে পদ্ম নেই কেন?

আমি তার চোখের দরজা খুলে দেখি

জল থইথই দিঘি

একটা পদ্মের জন্য হাপিত্যেশ 

বসে আছে।


(২)

একটা পদাবলী লিখবো বলে

হাঁটুমুড়ে বসেছিলাম বাঁশির কাছে,

সেই মেয়ে বুকের পাথর সরিয়ে

হৃদয় মেলে দেখালো,

দেখলাম বিরহ মাথুর অভিসার....


(৩)

সেই মেয়ে, 

সেই বিষে জর্জরিত মেয়ে

সেই টুকরোয় ভেঙে পড়া মেয়ে

সেই রক্তাক্ত মেয়ে

গরল লেখেনি,ঘৃণা লেখেনি,অভিযোগ লেখেনি।


সে শুধু অমৃত কলস পূর্ণ করেছে


কবিতার খাতায়।