পোস্টগুলি

মার্চ ২৯, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শামীমা আহমেদ এর ধারাবাহিক

ছবি
ধারাবাহিক উপন্যাস  শায়লা শিহাব কথন   অলিখিত শর্ত (পর্ব ৭৯) শামীমা আহমেদ  শিহাবের অফিস এসিস্ট্যান্ট কবির অফিস রুমের বাইরেই ছিল। শিহাব কবিরকে ডেকে জানিয়ে দিলো, আমি আর শায়লা  ম্যাডাম একটু বাইরে যাচ্ছি। আমি আবার অফিসে ফিরবো। তুমি লাঞ্চ করে রেস্ট  নিয়ে নিও। কবির সব নির্দেশনা মন দিয়ে শুনে নিলো। শিহাব শায়লাকে নিয়ে বেরুতে যেতেই শায়লা কিছু একটা বলতে উদ্যত হলো। শিহাব তা শুনবার জন্য থামলো।শায়লার কাছে জানতে চাইলো,শায়লা কিছু বলবে ? শায়লা হ্যাঁ সূচক অভিব্যক্তি দিয়ে জানালো,  একটু রাহাতকে জানিয়ে যেতে হবে।আসলে আমি খুব অল্প সময়ের  কথা বলে বাইরে এসেছি।রাহাতের সাথে একটু কথা বলতে হবে। শিহাব  তৎক্ষণাৎ তা মেনে নিলো এবং বললো, অবশ্যই, এখুনি কল করে জানিয়ে দাও। কিন্তু শায়লা চাইছে শিহাব নিজেই যেন তা জানায়। শিহাব খুব সহজেই তা মেনে নিলো। নিজের মোবাইল বের করে রাহাতকে কল করলো।  হয়তো  রাহাত বিজি ছিলো। দুবার কল করাতে রাহাত তা রিসিভ করলো। ভেতরে ভেতরে রাহাত একটু ভয়ই পেলো। কি জানি কি শুনবে! কেন শিহাবের কল ! শিহাব বেশ স্পষ্ট করেই বললো, রাহাত, তোমার আপুকে নিয়ে আমি একটু বাইরে যাচ্ছি।আমাদের কিছু জরুরী কথা আছে। তোমার আপুর ফিরত

কবি মনি জামান এর কবিতা "মুক্তির আহবান "

ছবি
মুক্তির আহবান  মনি জামান একটা কষ্ট সদ্য ফোটা মেয়েটার শরীরটা আবৃত্ত করে, থমকে দাঁড়ায় সময় বোঝে না পুরুষ  প্রেম কি। কখনো জানতে চাইনা বুঝতে চাইনা মেয়েটার মন, শকুন চোখ গুরু দক্ষীণা দাও। চঞ্চল ঝর্ণাকলম মেয়েটার  সংসার ভাঙ্গে, নিরব অভিমানে ভঙ্গুর সূর্যটা হয়  আলোহীন। ফুঁসে ওঠে ঘৃণা কম্পিত বুক,  হৃদপিণ্ডে ফোঁটে বঞ্চনার রক্ত  গোলাপ, জীবন হিসেব চুকায় বিবাহ নির্যাতনে, নিরবে ঝরে নারী মুক্তির আহ্বান!!

কবি শাহীন রহমান এর কবিতা "শত জনমের সাধ"

ছবি
শত জনমের সাধ শাহীন রহমান "সজল নয়ন ভিজিলো সখা,তোমার প্রণয় পরশ পেয়ে,  দূরের বনে হাজারো পাপিয়া,মধুর সুরে উঠিলো গেয়ে।  প্রিয়তমোহে তব ছোঁয়াতে,ভরিয়া উঠিলো ফুলের বীথি, বিরহীনি বঁধু কাঁকই টানিয়া,বাঁধিয়া নিলো আপন সিথী। বাসরে দোসর হও হে সখা,দোঁহে মিলিবো একই সাথে,  উঠোনে পাতা কুসুম মাদুর,মেঘলা মেদুর শাওন রাতে।  হিমেল চাদরে আদর মাখিয়ে,গাহিব দুজন প্রণয় গীতি হংসমিথুন আদরে সোহাগে,যেমন করিয়া জানাই প্রীতি।    শত জনমের বাসনা টুকু,বাসরে সাজুক ফুলের সাজে, বেনারসিতে ঘোমটা জড়িয়ে,থাকিব বসে গভীর লাজে। হারানো সাথী খুঁজে ফেরে জোড়,হারিয়েছে কোন বাঁকে,  বিরহীনি কোন বেজোড় পাখি,গান গাইবে কদম শাখে। শত জনমের কামনা আমার, পুরোন হবে গো জানি,  বনে ফুটিবে কদম,হাসিবে কেয়া,সাজাবে বাসর খানি। দূরে লক্ষীপ্যাঁচার ডাক শুনে আজ শিহরিত হবো প্রিয়,  ভালোবেসে স্বামী গভীর আবেশে, বক্ষে টানিয়া নিও।