নির্মোক
দেবব্রত সরকার
যা কিছু শিখেছি তোমার দান
অন্ধ চোখে যে আলোর শীষ
সমাজের চোখে নিত্য বান
কবিদের কাছে আমিই বিষ।
প্রথমিকার কাছে হারিয়ে বুক
বিশ্বাস শুধুই অন্ধ দ্বার
চেয়েছে কৃষ্ণ রাধার সুখ
অথচ দেখেছি হাহাকার
তুমি হতে পারো রাজনীতি
কিন্তু ছলায় আবেক বধ
মানুষের বুকে গড়েছ ভীতি
মঞ্চে বলেছ আমিই সত