পোস্টগুলি

মে ২৬, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি আলমগীর হোসাইন এর কবিতা "কান পেতে শুনি"

ছবি
কান পেতে শুনি আলমগীর হোসাইন  মাঝ রাতে রিং টোনের শব্দে ঘুম ভেঙ্গে গেলো মোর প্রিয়ার ফোন ধরে কথা বললে না ক্লান্ত দেহ মন অচল অসার। উওপ্ত নিঃশ্বাস প্রকম্পিত শব্দ প্রবাহ,  ধাবন প্রতিয়মান তরঙ্গে সময় বলে গেলো জীবন বড়ো অসহায় মুল্যহীন, তুমি বিহনে। দুর থেকে ভেসে এলো নিঃসঙ্গ কাতর কন্ঠের  করুন না বলা কথার প্রতিধ্বনি দুঃসময় মধুর স্বপ্ন জলাঞ্জলী দিয়ে নিশ্চুপ কান পেতে শুনি।

কবি শাহজাদা রিদওয়ান এর কবিতা অপ্রত্যাশিত বইয়ের পৃষ্ঠা "

ছবি
অপ্রত্যাশিত বইয়ের পৃষ্ঠা  শাহজাদা রিদওয়ান  ছায়া পথের খুব গভীরে আমার অস্তিত্বকে রেখেছিলাম কিছু সময়ের জন্যে,  তাও আবার সবার চোখ ফাঁকি দিয়ে, কিছু দেখার জন্য -জানার জন্য! চারদিকে নিরব নিস্তব্ধতা থাকবে এটা আমার আশা নয় ছিল বিশ্বাস,  সেখানে ঝড় দেখিনি তবে হৃদয়ে ঝড় বইতে দেখেছি। ছায়া পথের গভীরে গিয়ে প্রথমেই  গভীরতা নামক বইয়ের পৃষ্ঠা উল্টাতে থাকলাম, আমি আঁতকে উঠলাম কয়েক পৃষ্ঠার পর একটা লাইন পড়ে, ঠিক তখনই বিশ্বাস ভঙ্গ নামক ঢেউ কাঁপিয়ে দিল পুরো ছায়াপথকে, আমার বিশ্বাসের অস্তিত্বও কেঁপে উঠল, শতবার চেষ্টা করেও থামাতে পারিনি। গোপনে থাকা গভীরতা নামক বইটি দ্বিতীয় বার আর স্পর্শও করিনি, চাই না আর ছায়া পথের নীরবতা, গোপনেই থাক না অপ্রত্যাশিত বইয়ের পাতা।

মমতা রায় চৌধুরীর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৭২

ছবি
উপন্যাস  টানাপোড়েন    ১৭২ বিরক্তি ভরা মুহুর্ত মমতা রায় চৌধুরী নববর্ষের সকালটা বেশ ফুরফুরে মেজাজে কেটেছে রেখার কিন্তু বাড়িতে এসে পড়েছে আসন্ন সংকটে বোর্ডের খাতা চোখে সর্ষেফুল দেখছে। আকাশকুসুম ভাবছে। কদিনের মধ্যে কি করে খাতা দেখে ফাস্ট লট জমা দেবে। তারমধ্যে গোদের ওপর বিষফোঁড়া মতো রয়ে গেছে হাতের ব্যাথাটা ।দুটো খাতা দেখতে না দেখতেই যন্ত্রণায় কাতর হয়ে পড়ছে রেখা ,শুতে হচ্ছে । মহা বিপদে পড়েছে। হাতের যন্ত্রনাকে উপেক্ষা করেই রেখা আজ সন্ধ্যে ছটা থেকে হঠাৎ রাত দশটা পর্যন্ত 15 থেকে কুড়িটা    খাতা দেখবে। যেমনি ভাবা অমনি কাজ কিন্তু হলে কি হবে দুটো খাতা দেখতে না দেখতেই গেস্ট এসে হাজির। অ্যাটেন্ড করতেই হয়। কলিংবেলের আওয়াজ শুনে বুঝতে পেরেছে অসময়ে কেউ এসেছেন, মানে অতিথি হবে। গেট খুলে দেখে যা ভেবেছে নৈহাটি থেকে মামাশ্বশুরা এসেছেন। রেখা গাল হেসে বিরক্তি কে চাপা দিয়ে বলল' "আসুন মামা আসুন।' মেজ মামা বললেন 'মনোজ কোথায় ,দেখছি না তাকে?" "আছে কোথাও কাছেপিঠে ।আপনারা আসবেন জানান নি তো । তাই তো বেরিয়েছে।" মেজ মামা বললেন" হ্যাঁ, সেটা আমাদের করা উচিত ছিল কিন্তু আম