কান পেতে শুনি
আলমগীর হোসাইন
মাঝ রাতে রিং টোনের শব্দে
ঘুম ভেঙ্গে গেলো মোর প্রিয়ার
ফোন ধরে কথা বললে না
ক্লান্ত দেহ মন অচল অসার।
উওপ্ত নিঃশ্বাস প্রকম্পিত শব্দ প্রবাহ,
ধাবন প্রতিয়মান তরঙ্গে
সময় বলে গেলো জীবন বড়ো অসহায়
মুল্যহীন, তুমি বিহনে।
দুর থেকে ভেসে এলো নিঃসঙ্গ কাতর কন্ঠের
করুন না বলা কথার প্রতিধ্বনি
দুঃসময় মধুর স্বপ্ন জলাঞ্জলী দিয়ে
নিশ্চুপ কান পেতে শুনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much