মোবাইলে টাইম পাশ, সম্বৃদ্ধ উল্লাস সাহিত্য হাসি ঠাট্টা খুনসুটি বিন্দাস পড়তে হবে নইলে মিস করতেই হবে। মোবাইল +91 9531601335 (হোয়াটসঅ্যাপ) email : d.sarkar.wt@gmail.com
১১ সেপ্টেম্বর ২০২১
মোঃ হাবিবুর রহমান এর লেখা ''সহধর্মিণীর হুঁশিয়ারী বার্তা'' (৩য় পর্ব)
নাজমা আক্তার
অন্ধকারের হাসি
চারিদিকে নেমে আসছে অন্ধকার,
চলছে জীবনের বেঁচে থাকার লড়াই।
করুন আর্তনাদ আর ক্ষুধার্ত মানুষের কষ্টের ছাপ যেন স্পষ্ট ভাবে ফুটে উঠেছে প্রতিটি কোনায় কোনায়।
প্রতিদিন মৃত্যুর সাথে লড়তে লড়তে মুখ থুবরে পড়ে থাকে মাটিতে,
রাস্তার পাশে পড়ে থাকা মানুষগুলো
রোদে তাপে ঝলসে যায় তাদের শরীর
তবুও তাদের মুখে তৃপ্তির হাসি,
এভাবেই তারা অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে ।
সোহেল চৌধূরী
রুকসানা রহমান
শহিদ মিয়া বাহার
মানুষের কোন সূত্র নেই
আকাশের কাছে যেয়ে বলেছি
হে আকাশ
দু:খ থাকে যদি পরিবর্তনের তবে তুমি মানুষে রূপান্তরিত হও
মানুষের মত পরিমন্ডিত অভিনেতার রাজপোষাকের শিল্পীত শ্লোক হও
পরিচ্ছদ পাল্টানো বিপ্লবী না হয় প্রেমিকের অভিনিত অভিজ্ঞানের আকর,
মনোরঞ্জিত কন্ঠের উথাল পাথাল হও!
অত:পর তোমাকে নিয়ে চন্দ্র-উৎসব হবে গীতশ্রী উদ্যানে, প্রলুব্ধ পৃথিবীর!
হায়---আকাশ সরে গেল আমার কাছ থেকে একটু একটু কোরে
আকাশের সূত্র আছে জানাল; পরিবর্তনের!
পাহাড়ের কাছে যেয়ে বলেছি
হে পাহাড়
দু:খ থাকে যদি পরিবর্তনের তবে তুমি মানুষে রূপান্তরিত হও
মানুষের মত যুদ্ধবাজ না হয় প্রতারক চোখের টিউলিপ সৌরভ,
লজ্জাহীন মুদ্রায়িত ঠোটের মোহিত সংলাপ হও!
অত:পর তুমি পূজোয় পূজোয় শাণিত হবে
তোমাকে নিয়ে তোপধ্বনি হবে প্রার্থনায়
বন্দনায় বন্দনায় মিছিলের পর মিছিল।
হায়---পাহাড় সরে গেল আমার কাছ থেকে একটু একটু কোরে
পাহাড়েরও কানুন আছে জানাল
নিয়ম আছে স্থিরতার!
সূর্য, বৃক্ষ, মৃত্তিকা, তরুলতা
সমুদ্র থেকে মহাসমুদ্রের
জনান্তিকে জেনেছি
সূত্রহীন পরিবর্তনে স্থির থাকে স্বার্থহীন গতিরেখা তাদের!
অথচ পরিবর্তনশীল চর্চিত মানুষের হে বিধাতা
রূপ রূপান্তরের কোন সূত্র নেই!
হে পৃথিবী
আজো আমি তোমার চলন্তিকায় আরণ্যক রাহাগির
জীবের মতই একটি আবিষ্ট জীব হয়ে আছি
এখনও ঈশ্বরের মানুষ হয়ে উঠিনি!
ফরিদা আলম