পোস্টগুলি

সেপ্টেম্বর ৫, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিরুল ইসলাম কঙ্ক

ছবি
হৃদিগান   তোমার কাছে সকালের রোদ   বিকেলের গোধূলি,   তোমার কাছে জমিয়ে রাখা   মনের বাঁধন খুলি ।   তোমার কাছে সন্ধ্যেতারা   তোমার কাছে আলো,   তোমার কাছে চাঁদ সূর্য   আকাশপ্রদীপ জ্বালো ।   তোমার কাছে আয়নামহল   নিজের প্রতিচ্ছবি,   তোমার কাছে পদ্য লেখা   পংক্তিগুলো সবই ।   তোমার কাছে রাগ-বিরাগ   তোমার কাছে গান,   তোমার কাছে প্রিয় কথা   গোপন অভিমান ।   তোমার কাছে হারিয়ে যাওয়া   এবং ফিরে আসা,   তোমার কাছে রাখা আছে   হৃদয় ভালোবাসা ।  

কবিরুল ইসলাম কঙ্ক

ছবি
পাখপাখালি একটি পাখি ভীষণরকম দুষ্টুমিতে পাকা, সকাল বিকেল কিচিরমিচির যায় না চেপে রাখা । আরেক পাখি বনউদাসি উদাস হয়েই থাকে, সবুজপাতার ডালের ভিতর মনকে ভরে রাখে । একটি পাখি বাঁধনছেঁড়া এদেশ ওদেশ ঘোরে, রূপকথাদের গল্পগুলো সাজায় তেপান্তরে । আরেক পাখি বেজায় রকম ঘরকুনো এক বাবু, উড়ান ডানার স্বপ্ন ছেড়ে অলস ঘুমে কাবু । একটি পাখি দারুণ স্মার্ট কথা চোখে-মুখে, রাগ-বিরাগের ভুবনডাঙায়   থাকে দারুণ সুখে । আরেক পাখি ছন্নছাড়া নেইকো কোনো রাগ, সুযোগ পেলেই এদিক ওদিক হঠাৎ ভাগম-ভাগ । একটি পাখি আরেক পাখি নানা পাখির খেলা, আকাশ জুড়ে রঙিন যত পাখপাখালির মেলা ।