পোস্টগুলি

সেপ্টেম্বর ১২, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আজ

ছবি
সুশান্ত মন্ডল বিমুর্ত আজ বিগলিত               অশ্রুর বিদ্রুপে। হীনতায় হীন উদ্দ্যম            পরাজিত তুরুপে।। কর্ন পর্দা ছিন্ন আজিকে           ধ্বনীত অট্ট হাঁসিতে। প্রতিবাদী কন্ঠ রুদ্ধ  তাই             ভীরুতার ফাঁসিতে।। কান্নার ক্ষীন রব              প্রবাহীত বায়ুতে। অন্তহীনে ভাসিছে কেবল           হ্রিংসার ধরনীতে।। নিয়ত বৃদ্ধিমান            এই প্রগতীর সমরে। মনুস্বত্য শর্তহীনে          সমায়ীত  স্বার্থের কবরে।। মানুষের হাতে মনুষ্য-প্রাণ             আজ লুন্ঠীত অবাদে। হালহীন সমাজ তরী           ভাসিছে ধর্মীয় প্রবাদে।।

জাফর রেজা

ছবি
ইতিকথা একদিন তোমাকে বলে দেব আমার ধূসর জীবনের কথা; বলে দেব, কত পথ পাড়ি দিয়ে এসেও ক্লান্ত আমি পাইনি তোমার দেখা, কতবার তোমার পিঠে ছড়িয়ে থাকা মেঘ কালো চুল গুলো ছুঁতে চেয়েও পারিনি ছুঁতে, কতবার তোমার চোখে চোখ মিলাতে গিয়েও পারিনি মিলাতে, কতবার তোমার হাতে হাত রাখতে চেয়েও পারিনি রাখতে, কতবার তোমাকে নিয়ে লেখা অজস্র কবিতা শোনাতে চেয়েও পারিনি শোনাতে, কতবার শুধু একটি শব্দ বলতে গিয়েও পারিনি তোমাকে বলতে। একদিন তোমাকে বলে দেব আমার ধূসর জীবনের ইতিকথা।

বৃষ্টির বাগানে ফুটে চোখ

ছবি
হুমায়ুন গালিব বৃষ্টির বাগানে ফুটে আছে চোখ অনন্তকালের  ঝরনায় শুধু ঝরে কোনো সরোবরে  মিলনের আকাঙ্খায় জোছনা নামে মগ্নতায়, গোপন হাহাকারে সোনালি নদীর ধারে স্বপ্নের ঘরে রুপালি জল ভেসে যায় তৃষার্ত হৃদয় পাড়ে।

দহন

ছবি
স্বরূপ মণ্ডল ঠাণ্ডা দখিনা বাতাসো পোড়ায় কখনো  সে দগ্ধতা জেনেছি আখ্যানে সূর্য যেভাবে ঘোরে পৃথিবীর আঁচলে সেভাবেই খেয়েছি পাক তোমার মোহান্ধে বিশ বছর এতটা বিষ হয়ে গ্যালো হেরো ভূত হয়ে— ছুটে বেড়ায় ছোটে প্রেতাত্মা পিতার অন্ধতায় শরীরী পরাভব লাট্টু হয়ে লুটায় ধুলায়