অমরত্ব নত হবে
কিছু কিছু মৃত্যু কথা বেশ বিড়ম্বনা মনে হয়।
চিরহরিৎ বনের মতো সবুজ থেকে যেত যদি তবে প্রতিদিনের গার্হস্থ্য জীবন আরো সুন্দর হতে পারতো।
জানি মৃত্যু পরাজিত তাঁর কাছে তিনি ও তত ভীত নয়
তবুও ঘোরতর এক সংশয় উঁকি মারে মনের আকাশে
মধ্যবিত্ত মানুষের মতো।
যে শস্য তিনি বপন করে গেলেন তা গোলা ভরে দেবে প্রতিদিন
আর আমরা তত ঋণী হব তাঁর কাছে যাঁর অঢেল সম্পদ
ছড়ানো আছে শিল্পে ও সাহিত্যে।
অমরত্ব এভাবেই নত হবে তাঁর পদতলে।