প্রদীপ
প্রদীপ তোমার বিয়ে দেবে
সিঁড়ি পেতে দেবে ভালোবাসা অবধি
ছুড়ে ফেলা আলো
কুড়িয়েছে কালো মিয়েটি
মিয়েটি আঙুল হয়ে উঠছে
সেই আঙুলে ধরতে চায়
তোমার স্বপ্ন
তোমার আলো
মেয়েটি
ভিতরের শব্দে
গেঁথে ফেলা বন্দুক তুলে রাখে
বালিশচাপা রাখে তার বয়স
তুমি
গলে যাওয়া রাস্তায় একটু হেল্প করো
প্রদীপ তোমার বিয়ে দেবে
সিঁড়ি পেতে দেবে ভালোবাসা অবধি
ছুড়ে ফেলা আলো
কুড়িয়েছে কালো মিয়েটি
মিয়েটি আঙুল হয়ে উঠছে
সেই আঙুলে ধরতে চায়
তোমার স্বপ্ন
তোমার আলো
মেয়েটি
ভিতরের শব্দে
গেঁথে ফেলা বন্দুক তুলে রাখে
বালিশচাপা রাখে তার বয়স
তুমি
গলে যাওয়া রাস্তায় একটু হেল্প করো