মোবাইলে টাইম পাশ, সম্বৃদ্ধ উল্লাস সাহিত্য হাসি ঠাট্টা খুনসুটি বিন্দাস পড়তে হবে নইলে মিস করতেই হবে। মোবাইল +91 9531601335 (হোয়াটসঅ্যাপ) email : d.sarkar.wt@gmail.com
২৩ ফেব্রুয়ারী ২০২১
নার্গিস জামান
পাগল নই
একটিবার শিকলটা খুলে দাও।
বিশ্বাস করো, পাগল নই।
আকাশ দেখলেই, তাকে পাগল বলা যায় না।
ও মা' একটিবার চোখের বাঁধনটা খুলে দাও,
ম্রিয়মাণ ধুসর চাঁদের গল্পটা শুনবো।
আকাশকে দেখবো, সারারাত...
সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত প্রতিটি মুহূর্ত
আকাশে বিলীন হব, শিকলটা খুলে দাও।
ধুসর চাঁদের না বলা কষ্টটুকু জানতে চাই।
চোখের পর্দাটা সরিয়ে দাও, ওরা ডাকছে দেখ!
খোলা ময়দানে দূর্বাঘাসে শেফালির মত শুয়ে
সারারাত নক্ষত্র দেখব, প্রতিটি নক্ষত্রে
চন্দ্রমুখীর প্রতিচ্ছবি !
প্রতিচ্ছবিগুলি কেমন মুখরা দেখ!
একেকটি মুখচ্ছবি আলাদা আলাদাভাবে বলছে, আমার অপরাধগুলি!
এবার আামায় শুধরাতে হবে মা!
ছেড়ে দাও আমায়, বিশ্বাস কর পাগল নই
আকাশ দেখলেই, তাকে পাগল বলা যায় না!
দেলোয়ার হোসেন সজীব
নারীতে পুরুষ ধন্য
নারীর ছোঁয়ায় পুরুষ ধন্য
পুরুষ জন্ম নারীর জন্য,
মা রুপে নারীর মমতা
লিপিবদ্ধ লক্ষ কবিতা।
নারী হলেন শ্রদ্ধার প্রাত্র
খুলে দেখো ধর্মীয় শাস্র ?
শ্রদ্ধায় মুক্তি শ্রদ্ধায় শক্তি
শ্রদ্ধায় দিয়ে যাও ভক্তি।
নারী বোন রুপে স্নেহময়ী
কাছে থেকে দেখো পাবে,
ভাই আদরে নেই কমতি
দাও গিয়ে বোনের ইজ্জতি।
কত শত রুপে নারী শ্রেষ্ঠ
স্ত্রী রুপে নিলে পাবে পূর্ণতা,
শ্রদ্ধা বিশ্বাস নারীতে রেখো
নারীতে সৃষ্টির উল্লাস দেখো।