পাগল নই
একটিবার শিকলটা খুলে দাও।
বিশ্বাস করো, পাগল নই।
আকাশ দেখলেই, তাকে পাগল বলা যায় না।
ও মা' একটিবার চোখের বাঁধনটা খুলে দাও,
ম্রিয়মাণ ধুসর চাঁদের গল্পটা শুনবো।
আকাশকে দেখবো, সারারাত...
সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত প্রতিটি মুহূর্ত
আকাশে বিলীন হব, শিকলটা খুলে দাও।
ধুসর চাঁদের না বলা কষ্টটুকু জানতে চাই।
চোখের পর্দাটা সরিয়ে দাও, ওরা ডাকছে দেখ!
খোলা ময়দানে দূর্বাঘাসে শেফালির মত শুয়ে
সারারাত নক্ষত্র দেখব, প্রতিটি নক্ষত্রে
চন্দ্রমুখীর প্রতিচ্ছবি !
প্রতিচ্ছবিগুলি কেমন মুখরা দেখ!
একেকটি মুখচ্ছবি আলাদা আলাদাভাবে বলছে, আমার অপরাধগুলি!
এবার আামায় শুধরাতে হবে মা!
ছেড়ে দাও আমায়, বিশ্বাস কর পাগল নই
আকাশ দেখলেই, তাকে পাগল বলা যায় না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much