দোদুল্যমানতা
উড়ন্ত পর্দার মতো দুলতে থাকা এই জীবন
কখন যে ঝুপ করে ঝরে পড়ে মাটিতে!
আত্মানুসন্ধানে রত থাকা মানুষ যদি চলে যায় মাটির মায়া ছেড়ে তবে বড় ভয় হয়।
তবে কি মাটি এতই বিষময় হয়েছে দিনে দিনে।
নাকি চিনে নিতে ভুল হয়েছে
জীবনের ধারা তাই এতো হাহাকার শোনা যায় মাটির দাওয়ায়।
কী ভীষণ দোদুল্যমান মনে হয় এ জীবন!