শরৎ-এর পরশ
এসেছে শরৎ ভাদ্র মাসে
শিউলী ফুলের গন্ধ
পাকাতাল পড়ছে ঝড়ে
নেচেছে তাই নন্দ।
আশ্বিনে পূজোর আনন্দ
কচি ধানের দোলা
দিনরাত্রি চলছে শুধু
মেঘ বৃষ্ঠি খেলা।
দক্ষিণ হাওয়ায় দোলা দেয়
মুকুট পরা কাশ
সাদা মেঘ ঢেকে দেয়
ঐ নীল আকাশ।
বিকেল বেলা সোনালী রোদে
মেঘের পাহার ভাষে
শরৎ এলো বোঝা গেলা
ভাদ্র আশ্বিন মাসে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much