আমি এক নিরবিচ্ছিন্ন হাহাকার
আমি এক নিরবিচ্ছিন্ন হাহাকার
তাকে খুঁজি তাকে খুঁজি
বয়স বেড়েছে তার
মিল নেই শরীরীপোশাকে
মিল নেই ভাষা ভাঙাতাপে
মিল নেই চোখচামড়াতে
মিল নেই আমাতেতোমাতে
তবু ফিরি এ হৃদয়ে বারবার
কেন সব ডাকাডাকি দল
কেন সব করো কোলাহল
কেন ভয় রক্তবিন্দুতে
কেন ভয় জাতপাত হাতে
কেন ভয় ঘাসফুলে ফুলে
কেন ভয় পদ্মফুল তুলে
সব ভুলে এসো জনগণ
এক সাথে করি এক মন
সব কথা ভেঙে করি ছারখার
আমি এক নিরবিচ্ছিন্ন হাহাকার