ভেজা চোখ
হাসি আমার দেখুক হাজার জনে,
অশ্রু আমি লুকিয়ে রাখি নিজে !
কান্না এলে প্রাণটা খুলে কাঁদি,
মুশল ধারার বৃষ্টি জলে ভিজে !!
প্রাণের দোসর পারিসনি তো হতে,
তাতে আমার হয়নি ক্ষতি কিছু !
ছল করা মুখ লুকিয়ে ফেলিস তুই
সামনে এলেই মুখ হয়ে যায় নিচু !!
এই নয়ন ভরা একটা নদী জল,
সে জল আমি লুকিয়ে রাখি নিজে ।
কান্না এলে পরাণ খুলে কাঁদি,
বর্ষা দিনের বাদল জলে ভিজে।
অশ্রু আমার কেউ দেখেনা কভু,
এই হৃদয়ে গভীর নিরব কাঁদন !
আপন ভাবা সেই মানুষটা তুই
ঘাতক হয়ে ছিড়লি মায়ার বাঁধন !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much