১৬ জানুয়ারী ২০২১

রাইহানা আখন্দ্



ভুলি নাই তোমাকে


ভুলি নাই ইন্দ্রাণী সেন   

আজও ভালোবাসি তোমাকে,

নিষ্ঠুর পাষাণ পরানি তুমি   

ভুলে গিয়েছো আমাকে!

কত করে বলেছিনু মোর  

জীবন থেকে যেওনাকো চলে, এখন ইচ্ছে করে তোমার 

পা ধুয়ে দিই মোর কষ্টের জলে।


জাতে তুমি ছিলে সেন 

হায় আমি ছিলেম পাল,

তাইত হলনা মিলন 

আজি মোর মরণদশা হাল।


তুমি ডাক্তার আমি

ইঞ্জিনিয়ার কম ছিলাম কিসে ?

জাত শুধু বলে দিলো

তুমি সোনা আমি শীশে।


ইন্দু তুমিহীন এই পৃথিবী 

আজ বড্ড অসার লাগে,

প্রেম পেলনা মানবতার 

দাম কি কষ্ট বুকে জাগে।


নিশ্বাসে নিশ্বাসে মনে বাজে 

তুমি কেন আমার হলেনা ?

সোনায় মুড়িয়ে দিতে চেয়েছি 

তোমায় তবু কেন বুঝলেনা ? 

ধর্মতো একই ছিল হায়

জাত শুধু আলাদা করে দিয়েছে,

কেন ঘুণাক্ষরেও বুঝিনি 

জাতে শয়তানের ছোঁয়াচ

লেগেছে।


ভগবানকে যেমন কখনোই

আলাদা করা নাহি যায়,

বিশুদ্ধ প্রেমও ঠিক তেমনি 

পবিত্র মর্যাদা পায়।


হায় গো ধরার দুর্জয়িনী

অতি নিষ্ঠুরতমা মেয়ে,

হিয়ায় বসিয়েছ বিষদাঁত

বেদনায় আছি ছেয়ে। 


ইন্দ্রনীল পালের প্রণয়  

জেনো আজও নির্মল আছে,

ইন্দু ভুলি নাই তোমাকে 

যদিও তুমি নেইকো কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much