বিরল বরণ
তোকে ছেড়ে এসেছি
ফেলে এসেছি অনেক দূরে
যেতে হবে বলে যাইনি ছেড়ে আসিনি ছুড়ে
শান্ত-অলস-সুন্দরের তপোবন যেন গান লিখে সুরে সুরে।
চোখের পাতা জুড়ে
কোনো জানি তাড়াহুড়ো নেই এমন
তারিয়ে তারিয়ে উপভোগ করছি যেমন
জীবনের এই মধু ক্ষণে
বিচিত্র তোর বিরল বরণ শুধুই কাছে টানে।
কে যেন দূর থেকে বলে মোরে
চিনতে চেয়েছি প্রেম নতুন করে
তোকে ছেড়ে এসেছি
ফেলে এসেছি অনেক দূরে
যেতে হবে বলে যাইনি ছেড়ে আসিনি ছুড়ে
শান্ত-অলস-সুন্দরের তপোবন যেন গান লিখে সুরে সুরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much