সুধাংশুরঞ্জন সাহা
করিডোরে দাঁড়িয়ে তুমি শাসন কর প্রহর !
তোমার নিক্ষিপ্ত তীর আমাকে আহত করে।
আমার শরীরে শুয়ে আছে একটি বিষাক্ত সাপ ।
সে চলে যেতে চায় সমুদ্র অথবা অরণ্যে ।
দৃশ্যপট বদলে বদলে যায় .......
তোমার সীমানা ছাড়িয়ে দূরে যেতে চেয়েছি
কিছু একাকিত্ব কুড়িয়ে আনব বলে ।
পারি নি । নিরিবিলি রাতে ফিরে এসেছি একা ।
কয়লা পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে নির্ঘাত ।
এখন আর আগুন জ্বলে না কোনভাবেই ।