১০ সেপ্টেম্বর ২০১৮

ছাই

       
 সুধাংশুরঞ্জন সাহা 

করিডোরে দাঁড়িয়ে তুমি শাসন কর প্রহর !

তোমার নিক্ষিপ্ত তীর আমাকে  আহত করে।

আমার শরীরে শুয়ে আছে একটি বিষাক্ত সাপ ।

সে চলে যেতে চায়  সমুদ্র  অথবা  অরণ্যে । 

দৃশ্যপট বদলে বদলে যায়  .......

তোমার সীমানা ছাড়িয়ে দূরে যেতে চেয়েছি

কিছু একাকিত্ব কুড়িয়ে  আনব বলে ।

পারি নি । নিরিবিলি রাতে ফিরে এসেছি একা ।

কয়লা পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে নির্ঘাত ।

এখন আর  আগুন জ্বলে না কোনভাবেই ।

একটি প্রতিবাদি কবিতা

দুর্গাদাস মিদ্যা

জীবন যেখানে হুমকির পাশে দাঁড়িয়ে প্রতিদিন

সেখানে বাঁচার জন্য অস্ত্র খুঁজে নিতে হবে।

মাভৈঃ মাভৈঃ মন্ত্রে জেগে উঠতে হবে পুর্নবার।

এইযে এতো অন্যায় অত্যাচার, মুখ বুজে কতকাল

সহ্য করা যায় আর?

কেন আজ আমরা এতো ম্রিয়মান, কোথায় সেই

বিদ্রোহের গান আমাদের গলা থেকে! কেন

বেঁকে গেল প্রগতির পথ, যে পথ একদিন

উজ্জ্বল করেছিল, উজ্জ্বল করেছিল জীবনের অগ্নিরথ ।

নিবে গেল কেন চিরকাঙ্ক্ষিত দীপ, তাই আজ

দিকে দিকে এত অন্ধকার। অত্যাচার। বিচার

আচার সব জলাঞ্জলি দেখি মলমলি সেই-

সব নরখাদকদের যারা কখনো জানে না

মানবিকতার মূল্যবোধ।

আর কি আসবে না সেই জোয়ার যে

জোয়ারে ভেসে গেছে একদিন শাসকের

অন্যায় অত্যাচার ?