
কবি নাসের হোসেন
জীবনে ছড়ানো আলো সবটুকু বিশ্বাস
তুমি তো আমারো কবি কবিতাতে নিরবাস
তোমার হাসিতে পলি গঙ্গাজলের ভাষায়
রেখে যাও এক কলি খুঁটে খুঁটে খাই চাষায়
তোমার বাঁধানো সিঁড়ি সাজানো শহর ঘুরে
এলোমেলো পথ ছেড়ে নিজেকে বেঁধেছ সুরে
কবিতার খাতা ছবিতার খাতা কাঁধে কাঁধে তরিঘরি
ছুটে চলে যাও এপথ ওপথ ক্লান্ত হওনা পরি
হাসিতে ভরাট লাল টুকটুকে তোমার সে-মৃদুস্বর
মৃদু হেসে ওঠা ঈশ্বর তুমি হবে না কখনও পর
তোমার ছায়াতে হেঁটে চলে যারা তারা হয়ে তপবন
ব্যারাক স্কোয়্যার চায়ের দোকান কাঁদছে চতুষ্কোণ ।
আমি তো কাঁদি না জানো কবিতা চেয়েছ কতেক
দিইনি কবিতা অভিমান ছিলো কেন বুকে দিয়ে গেলে শেক
টুলটা বাড়িয়ে দিয়েছি কবিকে বলেছি বসেন বসেন
চুপি হেসে যায় হৃদয়ে প্রাণেতে কবি নাসের হোসেন