নাসের হোসেন স্মরণে
অঙ্কুরের ইচ্ছে করে
নাসের হোসেন-এর মত,
কলমের ডগা দিয়ে
যন্ত্রণার রক্ত ঝরাতে।
আপোষ হীন সংগ্রামের
নিরলস সৈনিক হয়ে ধারালো
কালিতে খণ্ড-বিখণ্ড করতে।
নিজস্ব ঘর বানিয়ে
অন্যকে উদ্বুদ্ধ করে,
বসন্তের পাতা বিছিয়ে।
জল-ছল-ছল চোখের আলো হয়ে,
নীরবে নির্ব্বিঘ্নে শুয়ে থাকতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much