১৪ ডিসেম্বর ২০২০

জাফর রেজা ( বাংলাদেশ )





প্রয়াত কবি নাসির হোসেনের স্বরণে 

মৃত্যুহীন প্রাণ



অবশেষে চলে গেলেন তিনি 

স্বনামধন্য মানুষটি জীবনের 

সব অর্জন পাঠকের কাছে

সঞ্চিত রেখে ঘুমায় এখন। 

মৃত্যু তাকে করেনি ক্ষমা

জানতে চায়নি তার সাফল্যের কথা,

শুনতে চায়নি তার অসমাপ্ত  কাজের কথা,

মৃত্যু তুমি নিষ্ঠুর হলেও

কবি রবে আমাদের হৃদয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much