পোস্টগুলি

আগস্ট ২৭, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আপনারা সরাসরি ফেসবুক পেজে পৌঁছে যান লাইক করুন ,ফলো করুন

https://www.facebook.com/111857043746381/posts/374568980808518/   লাইভ কবি ও কবিতা গল্প পাঠে আপনি আসুন ।

প্রেম ও কিছু কথা / সজিব আল হাসান

ছবি
প্রেম ও কিছু কথা                             প্রে ম করতে কে না চায়। মনের মত মন খুঁজে সত্যিকারের প্রেম করা এক ধরণের শিল্প। যদিও প্রেম করলেও জ্বালা প্রেম না করলেও জ্বালা। মুখে বললেও প্রেমের মানে বুঝতে সারা জীবন লেগে যায়। তাই প্রেমের কোনও নিদিষ্ট বয়স হয় না। পদার্থ বিজ্ঞানে যা আকর্ষণ মানবিক বিদ্যায় তাই প্রেম। পদার্থ বিজ্ঞানে যা বিকর্ষণ মানবিক বিদ্যায় তাই ঘৃনা। আগের চেয়ে এখন যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই মানুষ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছেন অনেকে। আবার অহরহ সম্পর্ক ভেঙেও যাচ্ছে। প্রেম মানেই ভালবাসা, অবেগ ও মায়ার সম্পর্ক। প্রেম মানুষকে তার ভেতরের সুপ্ত বৃত্তিকে জাগিয়ে তোলে। সত্যি প্রেমের অনুভূতি অনেক আনন্দের। প্রেম কাকে বলে কোন ব্যক্তি বা জিনিসের উপর মায়া, ভালোবাসা ও আসক্তি বেড়ে যাওয়াই হলো প্রেম। একজন নারী বা একজন পুরুষ তাদের আবেগের বহিঃপ্রকাশের মাধ্যমে যখন একে অপরকে জানার জন্য খুব কাছাকাছি আসে কোনো রকম শারীরিক সম্পর্ক ছাড়া, তখন তাকে প্রেম বলে। এক্ষেত্রে অবশ্যই তাদের দুজনের মধ্যে একে অপরকে ছাড় দেবার মন মানসিকতা থাকতে হবে। সাইকোলজিস্ট রবার্ট স্টেনবার্গ প্রেমকে তিনটি উ

রেবেকা সুলতানা ( রেবা )

ছবি
  গুরুত্ব দিতে শেখ  জীবনের আন্ধকারে             হারিয়েছো বারে বারে, মনেরি সেই এলোমেলো টাকে    কেউ আসেনি গুছিয়ে নিতে          চাওয়া পাওয়ার হিসাব গুলো মেলানো থাক না বন্ধ।  যে যেমন ভাবে ভাবছে তোমায়  ভাবতে দাও, তুমি খুঁজে নিও বাঁচার মানে      দেখে নিও ধীরে ধীরে         বদলাবে জীবন   না  মিলুক ছন্দ। জীবন টা থাকুক অগোছালো এক জীবনে সবার আশা পূরন হয় না। লোকের কথার গুরুত্ব দাও  কম অনেক মূল্যবান সময় তুমি  নষ্ট  করেছো লোকে কি ভাববে এই ভেবে, অন্যের ভাবনার গুরুত্ব না দিয়ে নিজের ভাবনা ভাবো শুধু তুমি তোমার মতো করে  থাকতে শিখে নাও। সময় করে  উল্টেপাল্টে  নেও নিজের  ভাবনা গুলো, জীবন টা  খুব ছোট নিজের ভাবনার গুরুত্ব দিতে শেখ।

গোলাম কিবরিয়া ( শরীফ)

ছবি
  চাকর পেটের তাগিদে তোমার প্রাসাদ - মুছি আমি দুই হাতে ; মায়ের আদর আমি ও তো চাই,  কোল খুঁজি প্রতি রাতে। তোমার মত আমারও তো বোন  আঁচলে নয়ন মোছে ; পথ চেয়ে থাকে ভাইয়ের আশায়- তাকায় যে আলগোছে। ছোট্টবেলায় মা বলিতেন - খোকা বেশ বড় হবে ; রোজ তোমাদের বকুনিতে সব - ভুলে গেছি সেই কবে!  সারাদিন বাবা সাহস দিতেন - "পড়াশোনা করো বাবা, " বৈশাখী ঝড়ে বাবা চলে গেলো - এলো অভাবের থাবা। মায়ের কান্না, লুকোচুরি খেলা - সইতে পারিনি আমি ; পড়াশোনা তাই "বিলাসিতা" হলো, জীবনের চেয়ে দামী। ছোট্ট বোনের অবুঝ আবদার  ফিরাতে পারি নি তাই ; তোমার কথায় কষ্ট পেয়ে ও- নিরবে-ই  সয়ে যাই।  সেদিন সাহেব বলিলেন এসে - বাড়ি যেতে হবে তোর ; মায়ের হয়েছে বড্ড অসুখ,  তোকে ডেকে রাত ভোর। মেম সাহেবের বাঁকা চাহুনিতে - সাহেব গেলেন থেমে,  আড়াল করিলো আসল খবর,  আদর করিলো নেমে।  বলিলেন, সব ঠিক হয়ে যাবে - মনযোগে কাজ করো ; বাড়ি যদি যাও, মেম সাহেবের - বিপদ হবে যে বড়। নিশ্চিত খোকা কাজে মজেছিলো,  অসুখ যাবে যে কমে; সুস্থ হয়ে ই জননী আবার - কাজে যাবে পুরোদমে।  গতকাল রাতে অভাগিনী বোন - কান্না জড়ানো চোখে ; আসিয়া বলিলো,  "মা" তো আর নেই

ইকবাল বাহার সুহেল ( ইংল্যান্ড )

ছবি
ব্যর্থতার পদাবী  বলতে পারো ছবি যে আঁকব, রং কই একা একা শব্দ গুলো বিড়বিড় করে কবিতা লিখবো .. দেবদূত আমাকে একটি কলম দাও চিৎকার করে কান্নার ভাষা বলে যাবো ! কবিতার প্রতি অক্ষরের সঙ্গে মিশিয়ে দিব জীবনের আয়ু খানিকটা দীর্ঘশ্বাস, কয়েক ফোঁটা অশ্রু আর স্বপ্ন থেকে নিংড়ে আনা রং .. বলতে পারো ছবি যে আঁকব, রং কই ! রোদের রংটুকু, শিশিরের শব্দটুকু আমার পরিত্রাণ, আমার নির্বাণ .. শিরোধার্য করে রেখেছি দেবদূত ! কবি হওয়া মানেই ব্যর্থ হওয়া, আর কবিতা মাত্রই ব্যর্থতার বশংবদ .. বেদনাময় প্রতিটি ইট আর কংক্রিটের দেওয়াল নির্মাণ !!

ইয়াছমিন রহমান শিউলি

ছবি
 স্বপ্ন  এ কেমন ভালোবাসা কুয়াশার মতো  রোদের স্পর্শে কোথায় হারায় ? এ কেমন ভালোবাসা জোৎস্না  আলোয় স্বপ্ন বিলায় ? এ কেমন ভালোবাসা হৃদয় গভীরে  থাকে সে চোখ মেললে কোথা পালায় ? এ কেমন ভালোবাসা কাছে ডাকলে  আসেনা সে কপট  লোচনে হৃদয় নাচায় ? এ কেমন ভালোবাসা আলিঙ্গনে ডাকি তাঁরে মিষ্টি হাসিতে মুক্ত ঝড়ায় ? এ কেমন ভালোবাসা যতোই ডাকি  আসেনা সে বিভোর স্বপ্নে ছবি আঁকায় ?

মহুয়া দাস

ছবি
  আজকাল রোজ মধ্যরাত পেরোলেই, যখন কুকুরগুলো তাদের ঘর গেরস্থালির কথা আদান-প্রদান শুরু করে, ঠিক তখনই রাতের নিঃশব্দ প্রহর হাতড়ে  বিপুল উচ্ছ্বাসে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে তোমার লেখা। আমিও তখন গুণে চলেছি হয়ত প্রহর- মধ্যরাত ১, মধ্যরাত ২, মধ্যরাত ৩। রাত বাড়লেই কড়া নাড়েন রবীন্দ্রনাথ, শক্তি,সুনীল। আরও রাত ঘনালে,গ্রেগরি পার্ডলো কিংবা ম্যাগি নেলসন। তোমার অস্থির লেখারা ঠিক তখনই গ্রাস করে নিতে চায় আমাকে। আমি সেই আপাতনিরীহ লেখার পেছনে রাতের দ্রুত কড়া নাড়া টের পেয়ে যাই ঠিক। দরজা খুলতে ইচ্ছে করে না আজকাল, কারণ নীলাভ কবিতার গাঢ় ফেনা আমাকে ইতিমধ্যেই ডুবিয়ে নিয়ে গেছে হয়ত বা চাঁদের আলোয় ধুয়ে যাওয়া চরাচর থেকে হিমশীতল জলের অন্ধকারে। শীত শীত করে আজকাল রাতের দিকে। কথা বলতে ইচ্ছে করে না। কি করব বলো?

মিতা নুর

ছবি
বর্ষার শেষ বৃষ্টিধারা                          মন কেমনের মধ্যরাত দাঁড়িয়ে আছি, দেখো হাত বাড়িয়ে...!            যায় ঝিরিঝিরি বৃষ্টির জল,  স্মৃতি উড়িয়ে...!             হাসনাহেনার গন্ধে বিভোর,  রাতের আঁধার...         আজ না-হয় রইলে তুমি একটুখানি,    তন্দ্রাহারা...!         জোছনা ওযে পাগলপারা,  আমি ছড়িয়ে দিলাম শরীর জুড়ে,            আদর নিলাম,  গাল বাড়িয়ে...! আজ রাতের হাওয়া সঙ্গী এরা,               সবকিছুরই সাক্ষী রইলো,  বর্ষার শেষ বৃষ্টিধারা !! 

গীতা চক্রবর্তী

ছবি
 সময় সময়ের সঙ্গে হাত মিলিয়ে চললাম, তবু ভিড়ের মধ্যে কখন কোথায় যেন হারিয়ে যাচ্ছি! রোদের দেওয়ালে ভিজে পাতা আকাশের নীলে মেঘলা ডানায় উড়ছে; ঈশ্বর দরদী হতে চাইছে অনন্ত বিশ্বাস। চারদেওয়াল ডাকে আমায় দ‍্যাখ চোখ মেলে, সময়ের অভাবে গুটিয়ে রাখা খোলস- রঙ বুনতে স্বাধীনতা মুল্যবান হয়  তবু অর্থ লাগে... ভিড়ের মাঝে কলমে নদী হোক কখনও।                            

আপেল মাহমুদ

ছবি
 ভালো নেই ভালোবাসা তুমি ভাল নেই  ভাল নেই আমিও আমার শহর ভিজেছে  তোমার কান্নার জলে আর্তচিৎকারে ভারী হয়েছে আমার প্রিয় গন্ধ মাখানো বাতাস তুমি ভাল নেই শুনে  কষ্টে ভরেছে আমার এ নষ্ট মন চেয়েছি কাছে যেতে চেয়েছি ভাঙ্গা বুকটা পেতে দিতে সমস্ত দুঃখ বেদনা আকন্ট পান করে সুখের ফুলগুলো কুড়োতে চেয়েছি নোংরা দু হাতে... তুমি ভাল নেই শুনেছি যখন চাপা কান্নায় ভিজেছে আমার স্বার্থপর চোখের দুটি কোন... ভেবোনা কষ্ট পায়নি...  তুমি বিশ্বাস করো... কিন্তু পারিনি.... বিচলিত মন, অস্থির হৃদয়,উৎকন্ঠিত নয়ন, থমকে গেছে মুহুর্তেই ভয়ংকর সে অতীত ভাবনায়.... পাছে যে আমি আবার হারিয়ে যাবো মহা মুল্যবান আত্বসম্মান,ব্যক্তিত্ব নামক ইগো আর নিদারুন সেই অ ব হে লা য়.....

জান্নাত সুইমী

ছবি
  সম্পর্কের তিক্ততা       একটা সম্পর্ক যখন ভেঙে যায় তখন সেই মানুষ দুটোকেই সবাই দোষ দেই, কখনো খুঁজে দেখে না কেন ভেঙে গেল? একটা সম্পর্ক যখন জন্ম নেই ভালোবাসায় জন্ম দেয় মায়া,টান,যত্ন,আদর,সোহাগ, এতো কিছু জন্ম দেয়ার পরেও যখন আলাদা হয়ে যেতে হয় তখন সেই মানুষ দুটোই বোঝে তাদের ভেতরের যন্ত্রণা। আসলে সম্পর্কে যখন তিক্ততা চলে আসে ঠিক তখনি বিচ্ছেদের ঘন্টা বাজে, যতক্ষন পর্যন্ত তিক্ততা জন্ম না আসে ততক্ষন বিচ্ছেদের মত বিষয়টা ও আসেনা। কিন্তু কেন এই তিক্ততার জন্ম?? অবিশ্বাস,সন্দেহ,কেউ কাউকে সম্মান না দেয়া, কথায় কথায় গালিগালাজ করা, অযথায় হাতাহাতিমার সুইসাইড নাটক।  একে অন্যকে মেরে ফেলার চেষ্টা,  আরও কত কত কারণ তিক্ততার জন্ম দেয়, ফুলসজ্জার বিছানা থেকে শুরু করে ভালবাসার জন্ম। সেই বিছানা যখন আলাদা হতে বাধ্য করে তিক্ত কথার ভাজে থাকে ঘ্রিণার জোয়ার সেই তিক্ত সম্পর্ক আকড়ে ধরে কতক্ষন অভিনয় করে যাওয়া যায়?? সব সম্পর্ক কি অন্য একটা সম্পর্ককে আকড়ে ধরে বিচ্ছেদের কারন ঘটায়? কিন্তু না - সেটা শুধুই সন্দেহ থেকেই জন্ম নেয় সন্দেহের লেশ ধরেই অসম্মান অমর্যাদা অবহেলা গালিগালাজ মারধর মুর্খের মত আচরন, কালো যাদুর খেলা শুরু করা তী

মাহবুবা আখতার

ছবি
 চিন্ময়ী  এসো চিন্ময়ী, জোছনা কুড়িয়ে নিই দু'হাত ভরে,  জোছনার অলংকারে সাজিয়ে দেবো তোমাকে ভালোবেসে।  খোঁপায় দেবো রঙধনুর রঙ ঝলমলিয়ে উঠবে তোমার পৃথিবী।  চিন্ময়ী কোনো কালের সীমাবদ্ধতাকে মিলিয়ে নিয়োনা প্রিয়, ছোপ ছোপ কষ্টের দাগে ক্ষত-বিক্ষত হয়োনা, তাচ্ছিল্যে মাড়িয়ে দিয়ো অপূর্ণতার গোপন বাঁশির লয়। এসো চিন্ময়ী, শ্রাবণ আকাশকে ভালোবেসো ধুয়ে দেবে কষ্ট, হৃদয় পোড়ানো গন্ধ,অব্যক্ত ব্যথা। চিন্ময়ী প্রয়োজনে পুড়িয়ে তছনছ করে দেবে তাবৎ জল,স্থলভাগ,ঝলসে দেবেনা কখনো।  এসো চিন্ময়ী, সব পাখি ঘরে ফিরুক,সব পথ হোক অচেনা ক্লান্ত, নক্ষত্রেরা জ্বলে উঠুক নীল চাঁদোয়ায়,হোক জোছনার প্লাবন, শ্রাবণাকাশ প্রলয়ের তাণ্ডব খেলুক,  রাশিরাশি ফুল ফুটুক, সুবাস উন্মাতাল হোক।  নানন্দিকতায় ভরে উঠুক পুরো বসন্ত, বাতাস থেমে যাক, এসো চিন্ময়ী, এসো ভালোবাসার নৈবেদ্যে যজ্ঞ রাখি। তুমি হবে  হিরন্ময়ী প্রেম। আমি শুধু ব্যাকুল ভাঙচুরে তোমাকে ছুঁয়ে দেবো,তুমি  ভালোবাসার মোহন মোহরে সুশোভন শুশ্রূষায় ঋদ্ধ হও শর্তহীন সখ্যতায় তুমি নির্লোভ যোগী।