২৭ আগস্ট ২০২১

জান্নাত সুইমী


 সম্পর্কের তিক্ততা

     

একটা সম্পর্ক যখন ভেঙে যায়

তখন সেই মানুষ দুটোকেই সবাই দোষ দেই,

কখনো খুঁজে দেখে না কেন ভেঙে গেল?


একটা সম্পর্ক যখন জন্ম নেই ভালোবাসায়

জন্ম দেয় মায়া,টান,যত্ন,আদর,সোহাগ,

এতো কিছু জন্ম দেয়ার পরেও যখন আলাদা হয়ে যেতে হয় তখন সেই মানুষ দুটোই বোঝে তাদের ভেতরের যন্ত্রণা।


আসলে সম্পর্কে যখন তিক্ততা চলে আসে ঠিক তখনি বিচ্ছেদের ঘন্টা বাজে,

যতক্ষন পর্যন্ত তিক্ততা জন্ম না আসে ততক্ষন বিচ্ছেদের মত বিষয়টা ও আসেনা।


কিন্তু কেন এই তিক্ততার জন্ম??

অবিশ্বাস,সন্দেহ,কেউ কাউকে সম্মান না দেয়া,

কথায় কথায় গালিগালাজ করা, অযথায় হাতাহাতিমার সুইসাইড নাটক।


 একে অন্যকে মেরে ফেলার চেষ্টা, 

আরও কত কত কারণ তিক্ততার জন্ম দেয়,

ফুলসজ্জার বিছানা থেকে শুরু করে ভালবাসার জন্ম।


সেই বিছানা যখন আলাদা হতে বাধ্য করে

তিক্ত কথার ভাজে থাকে ঘ্রিণার জোয়ার

সেই তিক্ত সম্পর্ক আকড়ে ধরে কতক্ষন অভিনয় করে যাওয়া যায়??


সব সম্পর্ক কি অন্য একটা সম্পর্ককে আকড়ে ধরে বিচ্ছেদের কারন ঘটায়?

কিন্তু না - সেটা শুধুই সন্দেহ থেকেই জন্ম নেয়

সন্দেহের লেশ ধরেই অসম্মান অমর্যাদা অবহেলা

গালিগালাজ মারধর মুর্খের মত আচরন, কালো যাদুর খেলা শুরু করা তীব্র ক্ষতির লক্ষ্যে।


শুধরানোর চেষ্টা করা বাদে বিরত থেকে 

বিচ্ছেদের সূচনার জন্ম দেয়,

সত্যি ভালোবাসার সম্পর্ক যখন তিক্ততায় পরিণত হয় ঠিক তখনি বিচ্ছেদের ঘন্টা বাজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much