নতুন সকালের জন্য
নতুন সকালের জন্য হাত বাড়াও
সরে যাক পাথরগুলো
ফুল ফুটুক শুধুই ভালোবাসার
নতুন একটা সকালের জন্য।
দিগন্ত সরলরেখা বরাবর
সদ্য ফোটা অক্ষর গড়ে উঠুক
আগামী দিনের জন্য।
রামধনু-আঁকা হোক তোমার মুখ জুড়ে
মিছিলে মিছিলে হেঁটে বলবো
আমরা সকলেই এক
বিভেদ ভুলে দেশের জন্য।
ঘন কুয়াশা কেটে যাক
উঠুক রোদ্দুর, সকলেই তাপ নিয়ে বলবো
উষ্ণতার জন্য থাকবো বেঁচে
আমরা সকলেই অন্ধকার মুছে মুছে।
নতুন বছর আগামী দিন
তোমার আমার গল্পের সূচনা হবে
পলাশ বকুল কৃষ্ণচূড়া রঙে রঞ্জিত হবো
আমরা মানুষ ।ভারতবাসী ।জয় আমাদের হবেই।