শুভকামনা তার
তোমার প্রিয়া আজো কাঁদে
খুঁজে ফিরে তোমায়
ভালো নাকি লাগেনা তার
এত সুন্দর গাঁয়।
কিশোরী জীবনে তুমি খেলার সাথী
যৌবনে হৃদয়ের আয়না
পুরাতে তুমি তার কতশত
হেয়ালী মনের বায়না।
তোমার হৃদয়ে তখন শুধু
ছিল তারই বসবাস
শত দ্বিধা দ্বন্দ্বের মাঝেও ছিল
সীমাহীন আত্মবিশ্বাস।
বিশ্বাসের ঘরে একদিন
হয়েগেল পুকুর চুরি
অন্যের ঘরের ঘরণী হয়ে
পড়েছ কোমরে দড়ি ।
এতকাল পরেও তবু আজ
বন্ধুকেই শুধু খুঁজে
স্মৃতিরা নাকি এখনো অমলিন
হৃদয় মাঝে।
বন্ধু যতই ভুল তাকে
বুঝুক বারংবার
বন্ধুর জন্য এখনো
শুভকামনা তার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much