০৭ জানুয়ারী ২০২১

এম.সাঈদ




পথশিশু



পথের ধারে আধূল গাঁয়ে

বস্তা হাতে রোজ।

সে'তো এতিম অসহায় এক

কোথায় পাবে ভোজ?


জীবদ্দশায় ভিক্ষে শেষে

সুপ্তি পথের ধারে,

কে বা কারা তাড়িয়ে দেয়,

অ-কারণে মারে!


প্রীতিলীলা পায় না যে সে,

যুগ-শতাব্দির পরে।


একমুষ্ঠি ভাত হবে কী ভাই?

জীবন বাঁচার তরে!


ঈদের পরে ঈদ চলে যায়,

জীর্ণ কাপড় পরে।

নতুনত্বের পায় না সে স্বাদ,

কেড়ে নিলো ঝড়ে?


শিক্ষা নামের পঙ্খিলতায়

তাহার সখ্য -শোক,

দিবস যেনো তাহার চোখে

স্বপ্ন-গড়া হোক।


হাসপাতালের ঐ চত্বরেও 

হয়না রে তার স্থান।

শান্তির নিবাস পাবে যখন,

কবর করে প্রস্থান।


কতো কষ্ট অনাদরে, 

গড়ে তাদের কায়া।

স্বেচ্ছাসেবী হৃদয়পটে

 আছে তাদের মায়া।


স্বেচ্ছাসেবী ভাই-বোনেরা

 নিচ্ছে তাদের খোঁজ,

পড়ার নীড়ে সপ্তাহ পরে

দিচ্ছে একটু ভোজ।


সরকার আমার মানব প্রিয়ো

রাষ্ট্র চালক চাবী,

মৌলিক স্বত্ব ফিরিয়ে দাও

এই-তো- আমার দাবী।

২টি মন্তব্য:

thank you so much