আর চাইনা
দেবব্রত সরকার
কি আঘাত ডেকেছে পশ্চিমে
যেন ঝড় যেন বিষ বায়ু
যেন মৃত্যু শিশু ইউক্রেনে
আমি চাই নিরীহর আয়ু
রুশ তার রণ কৌশলেই
এগিয়েছে বাড়িয়েছে দুখ
বারুদের বিষক্রিয়াতেই
হারিয়েছি কত কচিমুখ
পঙ্গুত্বের নাগাসাকি দ্বার
আকাশের গন্ধে নীলিমা
চেয়ে আছে হৃদয়ে আমার
আর চাইনা দ্বিতীয় হিরোশিমা