পোস্টগুলি

জুলাই ৮, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায় চৌধুরীর ধারাবাহিক উপন্যাস "টানাপোড়েন পর্ব ১৭৮"

ছবি
উপন্যাস  টানাপোড়েন ১৭৮ জীবনের নতুন স্বাদ মমতা রায় চৌধুরী আজ রেখা আর একটু হলেই ট্রেন মিস করতো,কপালগুনে পেয়েছে । রেখা ভাবার চেষ্টা করলআজ কি বার?কি বার ,কি বার। ট্রেনে বসে বসে ভাবছে কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। অনেকক্ষণ ভাবার পর মনে পড়লে , রেখা চিৎকার করে উঠল "ইউরেকা ,ইউরেকা ,আজ মঙ্গলবার। কি করে ভুলে গেল,,বজরংবলীর পুজো দিয়ে আসল'। বজরংবলীই  রক্ষা করেছে।। কিন্তু  লেডিস কম্পার্টমেন্ট উঠতে পারে নি। উঠেছে জেনারেল কম্পার্টমেন্টে। এই কম্পার্টমেন্টে ওঠা মানেই এক অস্বস্তিকর পরিবেশ। পুরুষের সমাবেশ । শুধু তাই নয়,বিভিন্ন বয়সের পুরুষের সমাবেশ ,কিছু বলার উপায়ও নেই। বেশিরভাগ পুরুষরাই  মহিলাদের দিকে কামুক দৃষ্টিতে তাকায় ।তাই ব'লে ভালো কেউ  নেই ?ভালো ও আছে। আর আছে  বলেই পৃথিবীটা চলছে। আর এই কম্পার্টমেন্টে সিটে বসা মানে যদি দুই দিকে পুরুষ থাকে তাহলে তো মহিলাদের স্যান্ডউইচ হবার সম্ভাবনা অনেক বেশি। কেউ কেউ তো এমন ভান করেন যেন এত ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়েন ঘাড়ের ওপর। আবার কেউ এমন ভাবে কনুইটাকে রাখেন তা দিয়ে যে আরো কি মারাত্মক কাজ করা যায় তা সেই ধরনের পুরুষ  বলতে পারবেন আর পারবেন য