হস্তান্তর
চেনাগলি দিয়ে হেঁটে আসছে
হাত ধরাধরি করা অন্ধকার ,
কতো বছর পর আপন মনে হচ্ছে তাদের |
আলোর কথা আজ থাক |
ঘাতক যেন চিনতে না পারে আমাদের |
এইসব তামাটের পাতারা সবুজ হয়ে উঠবে একদিন
ছিনিয়ে নেওয়া জলে ভাগ বসাবে সাইবেরিয়া
এতখানি আকাশ আর মানুষের অধিকারে থাকবে না কিছুতেই |
যেদিন বিষ নেমে যাবে
তুমি যেন পা টিপেও যেওনা টিলার ওপর
ওখানে যে ঘুমিয়ে আছে থাক
তার কপাল থেকে চুল সরিয়ে দিলে
সে কিন্তু ভেঙে যাবে আগের মতন |
চেনাগলি অন্ধকার ঘাতক
আর যেন ফিরে না আসে |