১২ নভেম্বর ২০২০

দেবাশিস সাহা'র দুটি কবিতা

না-বলা কথা


জিভ ছিঁড়ে নেবার পর
পিছু পিছু কিছুটা পথ
তেড়ে গিয়েছিল 
ফোঁটা ফোঁটা রক্তবিন্দু

শালিখের ঠোঁটে ঠোঁটে 
আমার কথা
ফিরে এসেছে মানুষ সমাজে

আমার না-বলা কথা
শীতকাল হয়ে জমে থাকে
মেহনতী মানুষের রক্তে

কোনো  কোনো কথা
বারবার বলবার জন্যে
জন্ম নেয় পাখি 

সুরে তালে ছন্দে 
সবার মুখের কথা

শোষণের বিপরীতে 
মুখর হোক মানুষ।



ছায়াঘর

ঝন ঝন করে ঝরে গেলো সিঁদুর 
টুকরো টুকরো সিঁথিতে
খেলে বেড়াবে যৌনতা 

রাত ডিঙিয়ে পার হচ্ছে মেয়ে
শরীরে অমাবস্যা নেই
জোৎস্না দিয়ে রঙ করে বিছানা 

শরীর আজ অনলাইন 
ডিজিটাল দুনিয়ায় 
ভদকা মেশার জন্য খোঁজে সুন্দরী জল

জীবনের প্রতিটি পিরিয়ড বিজ্ঞাপন 
বিজ্ঞান আর অংক নিয়ে
বসে থাকে ছায়াঘর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much