কথাছায়া
সব কথা বলা হয়নি এখনও
ফুরিয়ে যাবার আগে
সাজিয়ে নিচ্ছি কথার বিন্যাস
কোন কথা আদর ভালোবাসে
কোনওটা অভিমান মেখে আছে
পরপর দাঁড়িয়ে আছে কথাছায়া
আমার পাশে হাঁটছে রোজ
এই অবাধ্য পাতায়
কীভাবে কথার মৃত্যু হয়!
কীভাবে জন্ম নেয়!
প্রতিটি জন্মদাগ,
মৃত্যু ভয়--
শুধু আমিই টের পাই
আর
লিখে রাখি এই অবাধ্য পাতায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much