১২ নভেম্বর ২০২০

কবি মিশ্র



তুই আমার হবি ?


মুই তোর মতো হতে চাই

এক মুঠো সোনা রোদ

চোখে মুখে মেখে ,তোর সামনে এলে

তুই নিবি না আমায়, তোর করে ?


ভালবাসবি আমায়, সোহাগ করবি

দুরের ওই পাহাড়ের কোলে আমার বসত

ওখানে আমরা দুজনে ঘর করব

তোর মতো করে সাজাব দুজনের সংসার-


পারবিনা- না?

আমি এক সাধারণ মেয়ে

লিখাপড়া জানি না,

আদব কায়দা জানি না,

কিন্তু ভালবাসতে জানি-

তোকে খুব ভালোবাসব 

বিশ্বাস কর ক‍্যান !


গাঁদা ফুলের গন্ধে

ভরে উঠবে মোর ভালোবাসার ঘর,

বল তুই আসবি তো?

মোর সোহাগ রাত ভরিয়ে দিতে

ভালোবাসার ঘর বাঁধতে ???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much