মেয়েটিকে জিজ্ঞেস করো
মেয়েটিকে জিজ্ঞেস করো
কবে খেয়েছিল পেট ভরে ভাত?
তার সন্তানদের সাথে নিয়ে,
যাকে ভ্যানে তুলে নিয়ে গেছে
দায়িত্বশীল পুলিশ কাল রাত,
ট্রেন থেকে বিনাটিকিটে যাত্রার দায়ে
যে ছাই বিক্রির জন্য রোজ
ভোরের ট্রেনে চড়ে আসে
ময়মনসিংহ থেকে ঢাকায়
বিকেলের ফিরতি ট্রেনে আবার
ফিরে যায় তার কুঁড়েঘরে,
জিগ্যেস করো যখন তাঁর স্বামী
তিনটি শিশু বাচ্চা রেখে
যৌতুকের দায়ে তাড়িয়ে দিয়ে ছিল
ভেঙে পাঁজরের শুকনো হাড়
তখন কি ব্যবস্থা নিয়ে ছিল
মহা দায়িত্বশীল পুলিশ?
কী ব্যবস্থা নিয়ে ছিল সরকার?
নিজেকে জিজ্ঞেস করো?
তিনটি বাচ্চার জন্য তাঁর
বেঁচে থাকার আছে কি
কোনো মানবাধিকার!