পোস্টগুলি

জুন ২, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায় চৌধুরী র ধারাবাহিক উপন্যাস পর্ব ১৭৬

ছবি
উপন্যাস  টানাপোড়েন    ১৭৬ টেনশন মমতা রায় চৌধুরী  মহা সমস্যায় পড়েছে রেখা। একদিকে খাতার চাপ অন্যদিকে লেখা র চাপ আবার মনোজকে নিয়ে একটা মানসিক চাপ সব মিলিয়ে যেন ঘেটে ঘ হয়ে গেছে। ব্রেকফাস্ট টেবিলে বসে বসে এসবই ভাবছে, হঠাৎ মনোজ বাথরুমে যেতে গিয়ে রেখাকে এভাবে বসে থাকতে দেখে বলল 'তুমি ট্রেন ধরবে না?" রেখা এতটাই ভাবনায় মগ্ন ছিল যে মনোজের আসার ব্যাপারটা টের পায়নি। তখনো ভেবে যাচ্ছে ঝড় কোন দিক থেকে তার জীবনে আসছে কে জানে? এই ঝড়কে সে সামলে উঠতে পারবে কিনা? মনোজ এবার  চিৎকার করে বললো' কি ব্যাপার তুমি ট্রেন ধরবে না?" রেখার ধ্যান ভাঙ্গে আর ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মনোজের দিকে। মনোজ কাছে গিয়ে হাত নেড়ে বলে *হ্যালো, কি হলো তোমার?' রেখা বলল' কি?" মনোজ বলল" সেটাই তো জানতে চাইছি।' রেখা বলল' কি? কিছুই না।'  মনোজ বলল' তুমি স্কুলে যাবে না? ট্রেন ধরবে তো? রেডি না হয়ে বসে আছো?, 'না আজকে স্কুলে যাব না।' মনোজ অবাক হয়ে বলে 'কেন শরীর ঠিক নেই?' ', তা ঠিক নয়। ঝমঝম করে বৃষ্টির আওয়াজ শুনে বলল'বৃষ্টি হচ্ছে?' এ বাবা বৃষ্টি

কবি কপিল কুমার ভট্টাচার্য্য এর "ভালোবাসার তীক্ষ্ম ছোঁয়া "

ছবি
ভালোবাসার তীক্ষ্ম ছোঁয়া           কপিল কুমার ভট্টাচার্য্য      যখন এক টুকরো তিক্ত কষ্টের                          স্মৃতি   জ্বেলে দেয় হৃদয় ভরা গণগণে                       আগুন,                                                   তখন তার ভালোবাসার এক বিন্দু                                                         ফোঁটা     নিভিয়ে দেয় হৃদয় ভরা সেই                 আগুনের তেজ,    জীবন ভরে ওঠে স্নিগ্ধ                   প্রাণরসে।।

কবি সুবর্ণ রায় এর কবিতা "বসন্তমাস"

ছবি
বসন্তমাস সুবর্ণ রায় গাছগাছালিতে আগুন লাগা।  ভালোবাসায় রক্তাক্ত মন। চুড়ান্ত শিল্পটির নাম বসন্তমাস।

কবি সামরিন শিরিন এর কবিতা "কৃষ্ণচূড়া"

ছবি
কৃষ্ণচূড়া  সামরিন শিরিন  ঝুমঝুম করে কৃষ্ণচূড়া ফুটেছে আবার আজ!  আগুন রূপসী বৃক্ষগুলো! তুমি আমাকে কৃষ্ণচূড়া ডাকতে...  আমি নাকি অমন আগুন মেজাজ! মোটেই না।  আমি তো মাটির কায়া  জলের ছায়া...  তোমার মতো অর্বাচীন তস্করকে ডাকি আত্মাপুরুষ! যদিও কৃষ্ণচূড়া ভীষণ প্রিয় আমার  খুব ভালো লাগে তার দেমাগি রূপের আঁচ। মৌসুম জুড়ে কৃষ্ণচূড়া ফুটেছে আবার আজ... কতদিন দেখিনা তোমায়!  কতবার জ্বলে নিভে আগুনের সাজ!  কতদিন ঢেকে রাখি ঘনঘোর মেঘলা মেজাজ!