ক্ষমা
নিঃস্প্রান দেহে নিয়ে জীর্ণ হৃদয়,
যদি কখোনো এ মন হারিয়ে যায়,
সীমাহীন পথের কোন এক প্রান্তরে;
পথ ভোলা পথিকের যাযাবর জীবন,
ভাটা পড়ে হৃদয়ে গভীর প্লাবন,
মেনে নিয়ে ভাসমান হয়ে অবসান;
তুমি খুঁজতে এসোনা আমায়।
নিঃসঙ্গ অনুভবের দৃঢ় কল্পনায়,
নির্লজ্জ অনুভুতির নিদারুন যাতনায়,
ক্ষতবিক্ষত হৃদয়ে আজি,
বেঁচে থাকার কোন ইচ্ছে নেই,
তবু প্রেরনায় এতটুকুও প্রদিপ জলে উঠে,
নতুন করে স্বপ্নের রঙতুলিতে,
তুমি খুঁজতে এসোনা আমায়।
হৃদয় মাঝে ছেয়ে আছে আজ,
শুধুই কুলশিত আর কলঙ্কিত অধ্যায়,
দুঃস্মৃতিতে বেধে যাওয়া এ মনে;
নেই কোন স্মৃতি আজ দুটি চোখে,
ঘুমন্ত পৃথিবিতে ভেসে আসা দুঃস্মৃতি;
তুমি খুঁজতে এসোনা আমায়।
তোমার চলার পথে থাকবেনা কোন বাধায়,
মুক্ত বিহঙ্গনে পাড়ি দিও স্বাধীন চেতনায়;
লজ্জিত অবয়ব আবৃত রেখে-
নতুন দিগন্তের শুভ সূচনা হোক,
রয়ে যাবে চিরদিন শুভ কামনায়;
তুমি খুঁজতে এসোনা আমায়।
যে পথ তুমি আমায় দিয়েছো উপহার,
মিথ্যে অভিযোগে করেছো সমাহার;
শাণিতভাবে আমি তা করেছি স্বাগত,
কেঁদেছে হৃদয় তবু হয়নি পরাজিত,
সবভুলের জানি হয়না চারুতা,
তবু ক্ষমা করে দিয়ে জানাই বিদায়;
তুমি খুঁজতে এসোনা আমায়।